কোটাকিনাবালুতে মেলায় প্রথমবারের মতো বাংলাদেশ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০৭ পিএম
ছবি-সংগৃহীত
মালয়েশিয়া সাবাহ প্রদেশের রাজধানী কোটাকিনাবালুতে সাবাহ ইনভেস্টমেন্ট অ্যান্ড ট্রেড এক্সপো ২০২৫ (SITE 2025) শীর্ষক মেলায় প্রথমবারের মতো অংশগ্রহণ করেছে বাংলাদেশ।
সাবাহ ইন্টারন্যাশনাল কনভার্শন সেন্টারে ( এসআইসিসি) ২৬-২৮ সেপ্টেম্বর পর্যন্ত তিন দিনব্যাপী এই মেলা আয়োজন করেছে ফেডারেশন অব সাবাহ ইন্ডাস্ট্রিজ (এফএসআই)।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকেল ৩টার দিকে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাবাহ রাজ্যের ডেপুটি চিফ মিনিস্টার কাম ওয়ার্কস মিনিস্টার দাতুক সাহেলমি ইয়াহিয়া।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে তিনি মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন দেশের পাশাপাশি বাংলাদেশ হাইকমিশনের হাইকমিশনের উদ্যোগে অংশগ্রহণকারী বাংলাদেশের প্রসিদ্ধ খাদ্যসামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান প্রাণ এর বুথ পরিদর্শন করেন।



