Logo
Logo
×

অর্থনীতি

রূপালী ব্যাংকের ‘রূপালীক্যাশ’ চালু হলো

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০৯ পিএম

রূপালী ব্যাংকের ‘রূপালীক্যাশ’  চালু হলো

চালু হলো রূপালী ব্যাংকেররূপালীক্যাশ নিজস্ব ব্র্যান্ডের মোবাইল ব্যাংকিং সেবা ‘রূপালীক্যাশ’ চালু করেছে রূপালী ব্যাংক পিএলসি।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ঢাকার দিলকুশায় রূপালী ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে সেবাটির উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম।

২০১৬ সালে ‘শিওরক্যাশ’ নামে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস চালুর পর থেকে রূপালী ব্যাংক সারাদেশে প্রাথমিক উপবৃত্তি, ভাতা বিতরণ, ভর্তুকি, ইউটিলিটি বিল প্রদানসহ বিভিন্ন আর্থিক সেবা দিয়ে আসছে। এবার নিজস্ব ব্র্যান্ড রূপালীক্যাশের মাধ্যমে গ্রাহকরা আরও দ্রুত, নিরাপদ ও সাশ্রয়ী রেটে লেনদেনের সুবিধা পাবেন। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মধ্যে রূপালী ব্যাংকই প্রথম এবং একমাত্র নিজস্ব মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) সুবিধা দিয়ে আসছে।

উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম বলেন, ‘দায়িত্বে আসার পর আমার লক্ষ্য ছিল প্রযুক্তিতে শীর্ষে যাওয়া। আমাদের আইটি টিমের প্রচেষ্টায় এই লক্ষ্য পূরণে আমরা এক ধাপ এগিয়েছি।’

জানা গেছে, রূপালীক্যাশে ই-কেওয়াইসিভিত্তিক অ্যাকাউন্ট খোলা, নগদ অর্থ জমা ও উত্তোলন, ওয়ালেট টু ওয়ালেট ফান্ড ট্রান্সফার, ব্যালান্স ও লেনদেন স্টেটমেন্ট দেখা, বেতন প্রদান ও গ্রহণ, মোবাইল রিচার্জ এবং মার্চেন্ট বিল পরিশোধের মতো সুবিধা রাখা হয়েছে। এছাড়া রূপালী ব্যাংকের হিসাব থেকে রূপালীক্যাশে টাকা স্থানান্তরের সুবিধা রাখা হয়েছে যেখানে গ্রাহকদের কোনো চার্জ দিতে হবে না।

অনুষ্ঠানে রূপালী ব্যাংকের ডিএমডি পারসুমা আলম, হাসান তানভীর ও মো. হারুনুর রশীদ উপস্থিত ছিলেন। এছাড়া বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্টের পরিচালক রাফেজা আক্তার কান্তা, অতিরিক্ত পরিচালক মো. কামরুল ইসলাম ও জয়ন্ত কুমার ভৌমিক, রূপালী ব্যাংকের কোম্পানি সচিব ও মহাব্যবস্থাপক মোহাম্মদ শাহেদুর রহমান, মোহাম্মদ শাহজাহান চৌধুরী, মো. ইসমাইল হোসেন শেখ, মোহাম্মদ সাফায়েত হোসেন, মো. নোমান মিয়া, সালামুন নেছা, তানভীর হাছনাইন মইন, আবু নাসের মোহাম্মদ মাসুদ, শেখ মুনজুর করিম এবং মহাব্যবস্থাপক ও চিফ ইনফরমেশন টেকনোলজি অফিসার মো. অহিদুল ইসলাম সরকারসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন