ওয়ালটন হেডকোয়ার্টার্সে অগ্নিনিরাপত্তা প্রশিক্ষণ আয়োজন
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪২ পিএম
ছবি-সংগৃহীত
ওয়ালটন হেডকোয়ার্টার্সে দুই দিনব্যাপী অগ্নিনিরাপত্তা প্রশিক্ষণের আয়োজন করা হয়। ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ সর্বদা কর্মীদের নিরাপত্তা প্রদানে দায়িত্বশীল ভূমিকা পালন করার প্রতিশ্রুতিতে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।
ওয়ালটন কর্তৃপক্ষ জানায়, বাংলাদেশ শ্রম আইন-২০০৬ ও শ্রম বিধি-২০১৫ এর নির্দেশনা অনুযায়ী নিয়মিত আয়োজন হিসেবে ইনভায়রনমেন্ট, হেলথ এন্ড সেইফটি (ইএইচএস) বিভাগের ফায়ার সেইফটি ম্যানেজমেন্ট সেকশনের মাধ্যমে গাজীপুরের চন্দ্রাসহ ওয়ালটন হেডকোয়ার্টারে গত ২৩ তারিখ থেকে দুই দিনব্যাপী ‘অগ্নি নিরাপত্তা ব্যবস্থাপনা’শীর্ষক প্রশিক্ষণ প্রদান করা হয়।
উক্ত প্রশিক্ষণটি ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির এ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ ইউসুফ আলী তার শুভেচ্ছা বক্তব্যে বলেন, “অগ্নি নিরাপত্তা আমাদের সবার দায়িত্ব। এই প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান কর্মক্ষেত্র ও দৈনন্দিন জীবনে কাজে লাগিয়ে আমরা একটি নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে পারি। নিরাপত্তা হোক আমাদের অভ্যাস ও সংস্কৃতি।”
ইনভায়রনমেন্ট, হেলথ অ্যান্ড সেইফটি (ইএইচএস) বিভাগের প্রধান মোঃ. মোস্তাফিজুর রহমান রাজু বক্তব্য দিয়ে শুরু করা হয়। তিনি বলেন, “ফায়ার সার্ভিস একটি মহৎ পেশা। আপনারা শুধু আগুন নেভাতেই সাহায্য করেন না, বরং মানুষের জীবন, সম্পদ এবং পরিবেশ রক্ষা করেন। আজকের এই প্রশিক্ষণটি কেবল একটি নিয়ম মেনে চলা নয়, বরং নিজেদেরকে আরও দক্ষ, আরো শক্তিশালী এবং আরো প্রস্তুত করে তোলার একটি সুযোগ।”
প্রশিক্ষণে প্রধান প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের টাঙ্গাইল ফায়ার স্টেশনের ওয়্যার হাউজ ইন্সপেক্টর মো. আতাউর রহমান। এছাড়া সারাবো, কাশিমপুর, গাজীপুর ফায়ার স্টেশনের অভিজ্ঞ প্রশিক্ষকরাও বিভিন্ন বিষয়ভিত্তিক আলোচনা ও ব্যবহারিক অনুশীলন পরিচালনা করেন।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মূল্যায়নের ভিত্তিতে সনদপত্র প্রদান করা হয়। পুরো আয়োজনের সার্বিক সমন্বয় করেন ওয়ালটন ইএইচএস বিভাগের ফায়ার সেফটি ম্যানেজমেন্ট সেকশনের ইনচার্জ ইঞ্জিনিয়ার মো. ইশাদুল ইসলাম।



