Logo
Logo
×

অর্থনীতি

সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি ৮ দিন বন্ধ

Icon

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৪১ পিএম

সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি ৮ দিন বন্ধ

ছবি- সংগৃহীত

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সোনামসজিদ স্থলবন্দর দিয়ে টানা ৮ দিন আমদানি ও রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। পূজা উপলক্ষে সরকারি ছুটি ২ দিন এবং সাপ্তাহিক ছুটি ২ দিন। ফলে আগামী শুক্রবার (২৬ সেপ্টেম্বর) থেকে আগামী ৩ অক্টোবর (শুক্রবার) পর্যন্ত বন্দরে আমদানি ও রপ্তানি বন্ধ থাকবে।

আগামী ৪ অক্টোবর (শনিবার) থেকে যথারীতি বন্দরে আমদানি ও রপ্তানি কার্যক্রম পুনরায় চালু হবে।

তবে সোনামসজিদ ইমিগ্রেশন পথে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত প্রতিদিনই চালু থাকবে। বন্দর সংশ্লিষ্ট সূত্রগুলো এসব তথ্য নিশ্চিত করেছে।

সোনামসজিদ বন্দর পরিচালনাকারী বেসরকারি অপারেটর পানামা পোর্ট লিংক লিমিটেডের অপারেশন ম্যানেজার কামাল খান বলেন, ‘বন্দর কাস্টমস পত্র দিয়ে জানিয়েছে, দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি হওয়ায় ১ ও ২ অক্টোবর বন্দরে আমদানি ও রপ্তানি সংক্রান্ত সব কার্যক্রম বন্ধ থাকবে। অপরদিকে সোনামসজিদের বিপরীতে ভারতের মহদিপুর রপ্তানিকারক সমিতি পত্র দিয়ে জানিয়েছে, দুর্গাপূজা উপলক্ষে ২৭ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত বন্দরের সব কার্যক্রম বন্ধ থাকবে।

এর সঙ্গে রয়েছে ২৬ সেপ্টেম্বর ও ৩ অক্টোবর শুক্রবার বন্দরের সাপ্তাহিক ছুটি। ফলে সব মিলিয়ে টানা ৮ দিন বন্দরে কোনো আমদানি ও রপ্তানি হবে না। বন্ধ শেষে ৪ অক্টোবর শনিবার বন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম পুনরায় চালু হবে।’

সোনামসজিদ স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন আহবায়ক মোস্তাফিজুর রহমান কাস্টমস ও মহদিপুর রপ্তানিকারক সমিতির পত্র পাওয়ার কথা জানিয়ে বলেন, ‘বন্ধের মধ্যে বন্দরের অভ্যন্তরীণ পণ্য লোড, আনলোড, পরিবহন, গুদামজাতকরণসহ কিছু নিজস্ব কার্যক্রম চালু থাকবে।

সোনামসজিদ ও মহদিপুর ইমিগ্রেশন পথে পাসপোর্টধারীদের যাতায়াত প্রতিদিনই যথারীতি অব্যাহত থাকবে।’

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন