Logo
Logo
×

অর্থনীতি

হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ‘হ্যাকড এনবিআর চেয়ারম্যানের

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩০ পিএম

হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ‘হ্যাকড এনবিআর চেয়ারম্যানের

ছবি-সংগৃহীত

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খানের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকারের কবলে পড়েছে। ওই অ্যাকাউন্ট থেকে এখন বিভিন্ন জনকে মেসেজ পাঠিয়ে টাকা চাওয়া হচ্ছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে এনবিআরের জনসংযোগ কর্মকর্তা মো. আল-আমিন শেখ এ তথ্য জানান।

এনবিআরের জনসংযোগ বিভাগের হোয়াটসঅ্যাপ গ্রুপে আল-আমিন শেখ বলেন, ‘জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আব্দুর রহমান খানের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে।

তিনি বলেন, ‘আমার কাছে ২টা ২৮ মিনিটে চেয়ারম্যান স্যারের অ্যাকাউন্ট থেকে টাকা ধার চেয়ে মেসেজ আসে। স্যারকে অবহিত করতেই তিনি জানালেন অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে। সবাইকে জানিয়ে দিতে বলেছেন।

দুপুর ২টা ৩১ মিনিটে আল-আমিন শেখ এনবিআর চেয়ারম্যানের নম্বর হ্যাকড হওয়ার বিষয়ে জানানোর পর ২টা ৪৬ মিনিটে এই প্রতিবেদকের কাছে টাকা ধার চেয়ে ওই অ্যাকাউন্ট থেকে হোয়াটসঅ্যাপে একটি মেসেজ আসে। মেসেজে বলা হয়, ‘আমার বিকাশে এখন ৩৫ হাজার টাকা লাগবে দেওয়া যাবে? আমি কালকে ফেরত দিয়ে দেব।’

এ বিষয়ে সতর্ক করে ফেসবুকে পোস্ট করেছেন চেয়ারম্যান আবদুর রহমান খান। আমার অ্যাকাউন্ট থেকে টাকা চেয়ে কোনো মেসেজ এলে অনুগ্রহ করে এড়িয়ে যাবেন।’

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন