Logo
Logo
×

অর্থনীতি

প্রকৌশল ও অটোমোবাইল শিল্পে ব্যাংক ঋণের নিশ্চয়তা প্রয়োজন

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৫ পিএম

প্রকৌশল ও অটোমোবাইল শিল্পে ব্যাংক ঋণের নিশ্চয়তা প্রয়োজন

ছবি-সংগৃহীত

গার্মেন্টস শিল্প ছাড়া অন্য কোনো খাত মার্কিন শুল্ক ছাড়ের সুবিধা নিতে পারেনি বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। রোববার (২১ সেপ্টেম্বর) অটোমোবাইল ও হালকা শিল্প খাতের উদ্যোক্তাদের নিয়ে বিসিআই আয়োজিত মেলার সমাপনী দিনে এ কথা বলেন তিনি।

বাণিজ্য উপদেষ্টা বলেন, পণ্যের বহুমুখীকরণে সংখ্যা বাড়ানোর পরিবর্তে নির্দিষ্ট কিছু পণ্যের সক্ষমতা বৃদ্ধি করার জন্য পরিকল্পনা নেওয়া প্রয়োজন।

এ সময় উদ্যোক্তারা হালকা প্রকৌশল ও অটোমোবাইল শিল্পে ব্যাংক ঋণের প্রাপ্যতা নিশ্চিত করার দাবি জানান।

আলোচকরা বলেন, ক্যাপিটেল মেশিনারিজের আমদানির ওপর নির্ভরতা কমিয়ে নিজস্ব উৎপাদনের ওপর জোর দিতে হবে। এ ছাড়া প্রবাসী আয় ও পোশাক শিল্পের বাইরে অর্থনৈতিক প্রবৃদ্ধির নতুন ক্ষেত্র তৈরির তাগিদও আলোচনায় উঠে এসেছে।

অন্যদিকে, ব্যবসায়ী নেতাদের মধ্যে উপস্থিত রয়েছেন বিজিএমইএ’র সভাপতি মাহমুদ হাসান খান বাবু, নাসিম মনজুর, তপন চৌধুরী, এ কে আজাদ, কামরান টি রহমান, আহসান খান চৌধুরী, তাসকিন আহমেদ, এম এ হাতেম, ফজলে এশান শামীম ও ডা. রশিদ আহমেদ হোসেনীসহ আরও অনেকে।

এর আগে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন তৈরি পোশাকশিল্পের মালিকদের একটি প্রতিনিধিদল। ১৫ সেপ্টেম্বর (রোববার) সন্ধ্যার পর তারা রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় আমিরের বাসায় সাক্ষাৎ করেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন