বাংলাদেশের ব্যবসায়ী নেতারা কুয়েতে পৌঁছেছেন
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫০ পিএম
ছবি-সংগৃহীত
কুয়েত-বাংলাদেশের নতুন বাণিজ্যিক অধ্যায় সূচনা করার জন্য কুয়েত চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (কেসিসিআই) দ্বিপাক্ষিক বৈঠকে যোগ দিতে কুয়েতে পৌঁছেছেন বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় এবং শীর্ষ ব্যবসায়ী নেতাদের একটি দল।
কুয়েতে এই প্রথমবারের মতো কুয়েত চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (কেসিসিআই) ব্যবসায়ীদের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্যিক সভার আয়োজন করেছে কুয়েতের বাংলাদেশ দূতাবাস।
কুয়েতের বর্তমান রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন দায়িত্ব নেওয়ার পর থেকে প্রবাসীদের কল্যাণে অনেকগুলো পদক্ষেপ নিয়েছেন।
কুয়েত চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (কেসিসিআই) সঙ্গে বাংলাদেশের শীর্ষ ব্যবসায়ীদের দ্বিপাক্ষিক বাণিজ্যিক সভার আয়োজন করা হয়েছে। বাণিজ্যিক সভায় বাংলাদেশের পোশাক, ওষুধ, কৃষি শিল্পসহ বাংলাদেশে বিভিন্ন প্রস্তুতকারক ও রপ্তানিকারক শিল্প কুয়েতের বাজারে প্রবেশের বিশেষ ভূমিকা রাখার একটি পথ উন্মুক্ত হতে পারে।
কেসিসিআইর দ্বিপাক্ষিক বাণিজ্যিক সভায় যোগদানের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে কুয়েতে পৌঁছান বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আব্দুর রহিম খান, উপ-সচিব মনসুরিন খান চৌধুরী, ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (FBCCI) চেয়ারম্যান মোস্তফা আল মাহমুদ, ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (FBCCI) ব্যবস্থাপনা পরিচালক ড. এবিএম হারুন, বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (BGMEA) পরিচালক ড. রশিদ আহমেদ হোসেনী, বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (BKMEA) সভাপতি মোহাম্মদ হাতেম, বাংলাদেশ ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের (BAPI) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা লোকিয়াত উল্লাহ, বাংলাদেশ ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন (BAPI) বিপণন কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন প্রধান ও বাংলাদেশ আগ্রা-প্রসেসার্স অ্যাসোসিয়েশন (BAPA) নির্বাহী পরিচালক মোহাম্মদ মিজানুর রহমান। এ ছাড়াও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব (পশ্চিম এশিয়া) এম. আরিকুজ্জামান তিয়াশ কুয়েত সফর করবেন বলে তথ্য পাওয়া গেছে।



