Logo
Logo
×

অর্থনীতি

পূর্বাচলে টেক্সটাইল সিরিজ অফ এক্সিবিশন্সের উদ্বোধন

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪২ পিএম

পূর্বাচলে টেক্সটাইল সিরিজ অফ এক্সিবিশন্সের উদ্বোধন

ছবি-যুগের চিন্তা

বাংলাদেশের টেক্সটাইল এ্যাপারেল শিল্পের অগ্রগতির লক্ষ্যে টেক্সটাইল সিরিজ অফ এক্সিবিশন্সের উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকালে এ এক্সিবিশন্সের উদ্বোধন করা হয়।

গার্মেন্টস ও টেক্সটাইল শিল্প-সংশ্লিষ্ট মেশিনারি, ইয়ার্ন, ফেব্রিকস, অ্যাকসেসরিজ, ডাইস্টাফ, কেমিক্যালস ও নিত্য-নতুন প্রযুক্তি প্রদর্শনে কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসেস সেমস-গ্লোবাল ইউএসএ এর আয়োজনে বিগত ২৩ বছরের ধারাবাহিকতায় ১০-১৩ সেপ্টেম্বর, বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার, পূর্বাচল, ঢাকায়, চার দিনব্যাপী শুরু হলো। 

আন্তর্জাতিক প্রদর্শনী 'টেক্সটাইল সিরিজ অফ এক্সিবিশন্স' সংশ্লিষ্ট '২৪তম টেক্সটেক বাংলাদেশ ২০২৫ ইন্টারন্যাশনাল এক্সপো','২৪তম ঢাকা ইন্টারন্যাশনাল ইয়ার্ন অ্যান্ড ফ্যাব্রিক শো ২০২৫ সামার এডিশন' এবং '৪৮তম ডাই-কেম বাংলাদেশ ২০২৫ ইন্টারন্যাশনাল এক্সপো'। প্রদর্শনীসমূহে ২২৪৫ এর অধিক বুথসহ ৩০টি দেশের প্রায় ১৪৭৫টিরও বেশি কোম্পানি অংশগ্রহণ করছে।

১০ সেপ্টেম্বর, বুধবার, প্রদর্শনীসমূহের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেমস-গ্লোবাল, ইউএসএ অ্যান্ড এশিয়া প্যাসিফিকের প্রেসিডেন্ট অ্যান্ড গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর মেহেরুন এন. ইসলাম। প্রধান অতিথি ছিলেন,জনপ্রশাসন মন্ত্রণালয় সিনিয়র সচিব ড.মোখলেস উর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বস্ত্র অধিদপ্তর,বস্ত্র ও পাট মন্ত্রণালয় মহাপরিচালক মো. শহিদুল ইসলাম,বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক)চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম,বেবী রানি কর্মকার, মহাপরিচালক-১ (যুগ্ম সচিব),রপ্তানি উন্নয়ন ব্যুরো,মো.মুজিব-উল-ফেরদৌস, মহাপরিচালক (যুগ্ম সচিব),লোকাল ইনভেস্টমেন্ট প্রমোশন,বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), মোঃ শামসুজ্জামান, সিআইপি, সহ-সভাপতি, বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিকেএমইএ) এবং মিজানুর রহমান, সহ-সভাপতি (ফাইন্যান্স), বাংলাদেশ গার্মেন্টস প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।

উল্লেখ্য, গার্মেন্টস শিল্পের সর্ববৃহৎ এ প্রদর্শনীসমূহ ১০-১৩ সেপ্টেম্বর চার দিনব্যাপী প্রতিদিন সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার, পূর্বাচল, ঢাকায় অনুষ্ঠিত হবে এবং সংশ্লিষ্ট দর্শনার্থীদের জন্য প্রদর্শনীসমূহ উন্মুক্ত থাকবে। প্রদর্শনীতে থাকছে ৫টি আন্তর্জাতিক সেমিনার।


Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন