কাল বুধবার আন্তর্জাতিক প্রদর্শনী সিরিজ অফ এক্সিবিশন্স শুরু
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১৭ পিএম
ছবি-যুগের চিন্তা
আগামী ১০ সেপ্টেম্বর (বুধবার), বিকাল ৩.০০ ঘটিকায়, বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার বাণিজ্য মেলা প্রাঙ্গণ), পূর্বাচল, ঢাকায়, 'সেমস-গ্লোবাল ইউএসএ' কর্তৃক চার দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী সিরিজ অফ এক্সিবিশন্স ২০২৫ । বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার, পূর্বাচল, ঢাকায় ৩টি আন্তর্জাতিক প্রদর্শনী।
প্রদর্শনীসমূহে ২২৪৫ এর অধিক বুথসহ ৩৭টি দেশের প্রায় ১৪৭৫টি অংশগ্রহণ করবে। প্রদর্শনীসমূহ হলো:
১) '২৪তম টেক্সটেক বাংলাদেশ ২০২৫ ইন্টারন্যাশনাল এক্সপো'
২) '২৪তম ঢাকা ইন্টারন্যাশনাল ইয়ার্ন অ্যান্ড ফ্যাব্রিক শো ২০২৫ সামার এডিশন' এবং
৩) '৪৮তম ডাই কেম বাংলাদেশ ২০২৫ ইন্টারন্যাশনাল এক্সপো'।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ইউএসএ অ্যান্ড এশিয়া প্যাসিফিক এর প্রেসিডেন্ট অ্যান্ড গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর মেহেরুন এন,ইসলাম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, ড. মোখলেস উর রহমান, সিনিয়র সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়, গণ সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, মো. শহিদুল ইসলাম, মহাপরিচালক, বস্ত্র অধিদপ্তর, বর্ত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার; মোঃ সাইফুল ইসলাম, চেয়ারম্যান, বিসিক, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার; মহাপরিচালক-১ (যুগ্ম সচিব), রপ্তানি উন্নয়ন ব্যুরো, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার; মো. মুজিব-উল-ফেরে (যুগ্ম সচিব), স্থানীয় বিনিয়োগ প্রচার, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সভাপতি, বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিকেএমইএ) এবং মাহমুদ হাসান খান, গার্মেন্টস প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।
আগামী ১০-২০ সেপ্টেমার, চার দিনবাপী প্রতিদিন সকাল ১০.০০ টা থেকে সন্ধ্যা ৭.০০ টা পর্যন্ত বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এপ্রিটেশন সেন্টাং পূর্বাচল, সাকার, এ আন্তর্জাতিক প্রদর্শনীসমূহ অনুষ্ঠিত হবে এবং সংশ্লিষ্ট দর্শনার্থীদের জন্য প্রদর্শনীগুলো উন্মুক্ত থাকবে। বিস্তারিত জানতে ভিজিট করুন: www.cems-textileseries.com, www.textech-bangladesh.com, chocems-yarnandfabric.com, www.cems-dyechem.com ও www.cems-global.com ওয়েবসাইটে ।



