Logo
Logo
×

অর্থনীতি

জাবির সঙ্গে সাউথইস্ট ব্যাংকের সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত

Icon

অনলাইন ডেস্ক :

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৬:২০ পিএম

জাবির সঙ্গে সাউথইস্ট ব্যাংকের সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আজ সাউথইস্ট ব্যাংকের সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কাউন্সিল কক্ষে বেলা সাড়ে তিনটায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পক্ষে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রব এবং সাউথইস্ট ব্যাংকের পক্ষে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. মাসুম উদ্দিন খান চুক্তিতে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহম্মদ কামরুল আহসান, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রব, বিভিন্ন অনুষদের ডিন, প্রক্টর, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ও সম্পাদক, সাউথইস্ট ব্যাংকের কার্ড ডিভিশনের প্রধান ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. আবদুস সবুর খান, এসভিপি এবং লজিস্টিক ও সিএসআর প্রধান মুশফিকুর রহমান, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আশিকুজ্জামান খান, এসএভিপি ও হেমায়েতপুর শাখার শাখা প্রধান মোহাম্মদ মানিউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

এ চুক্তির আওতায় সাউথইস্ট ব্যাংক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তাগণের জন্য আজীবন ফ্রি কো-ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড চালু করবেক্রেডিট কার্ডের গ্রাহকরা বিদেশ যাত্রায় বিমানবন্দরে লাউঞ্জ ব্যবহারে বিশেষ সুবিধাসহ প্রচলিত ক্রেডিট কার্ডের বিভিন্ন সুবিধাদি পাবেন। এছাড়াও শিক্ষার্থীদের জন্য প্রথম বছরের চার্জ মওকুফসহ বিনামূল্যে প্রি-পেইড কার্ড প্রদান করা হবে

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন