Logo
Logo
×

অর্থনীতি

সোনালী ব্যাংক ও বিপিএটিসির মধ্যে চুক্তি স্বাক্ষর

Icon

স্টাফ রিপোর্টার :

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪৮ পিএম

সোনালী ব্যাংক ও বিপিএটিসির মধ্যে চুক্তি স্বাক্ষর

ছবি-যুগের চিন্তা

সোনালী ব্যাংক পিএলসির নিজস্ব সফটওয়্যার সোনালী পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) প্রশিক্ষণার্থীদের কোর্স ফি, কর্মকর্তা-কর্মচারীদের মেডিকেল ও পরিবহন ফি সহ যাবতীয় ফি ও চার্জ আদায়ে সোনালী ব্যাংক পিএলসি এবং বিপিএটিসির মধ্যে এক চুক্তি স্বাক্ষর হয়েছে। 

৩১ আগস্ট রবিবার সাভারে বিপিএটিসির সম্মেলন কক্ষে আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে চুক্তি শেষে পরষ্পর চুক্তিপত্র হস্তান্তর করেন বিপিএটিসির রেক্টর (সচিব) সাঈদ মাহবুব খান ও সোনালী ব্যাংকের এমডি অ্যান্ড সিইও মো.শওকত আলী খান। 

সোনালী ব্যাংকের পক্ষে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো.রফিকুল ইসলাম এবং বিপিএটিসির পক্ষে পরিচালক (প্রশাসন) মোহা.রফিকুল ইসলাম চুক্তিতে স্বাক্ষর করেন। 

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বিপিএটিসির এমডিএস (পিএন্ডএস) ড.মো.মহসীন আলী, সিস্টেম এনালিস্ট ড. মুহাম্মদ জিয়াউল ইসলাম, সোনালী ব্যাংকের জেনারেল ম্যানেজার আকলিমা ইসলাম ও রওশন জাহানসহ উভয় প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 


Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন