২৯ মিলিয়ন ডলারের আইআরএস চুক্তি রেনাটা ও স্ট্যান্ডার্ড চার্টার্ডের মধ্যে
স্টাফ রিপোর্টার :
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৫৮ পিএম
দেশের শীর্ষস্থানীয় ঔষধ উৎপাদনকারী প্রতিষ্ঠান রেনাটা পিএলসি এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ এর মধ্যে ২৯ মিলিয়ন ডলারের ইন্টারেস্ট রেট সোয়াপ (আইআরএস) চুক্তি স্বাক্ষরিত হয়েছে। দীর্ঘমেয়াদি ঋণে সুদহারের অস্থিরতা মোকাবিলা ও আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
রবিবার আয়োজিত অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ-এর সিইও নাসের এজাজ বিজয় এবং রেনাটা পিএলসি-এর ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ এস. কায়সার কবির।
এ সময় আরও উপস্থিত ছিলেন—ফারিয়া কবির, হেড অব কর্পোরেট কভারেজ, করপোরেট অ্যান্ড ইনভেস্টমেন্ট ব্যাংকিং (সিআইবি), স্ট্যান্ডার্ড চার্টার্ড সাবাহ সালেহীন আজিম, হেড অব মার্কেটস অ্যান্ড করপোরেট সেলস, স্ট্যান্ডার্ড চার্টার্ড মুসতাফা আলিম আওলাদ, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার, রেনাটা পিএলসি।
এই আইআরএস চুক্তির আওতায় রেনাটা তাদের পাঁচ বছর মেয়াদি ঋণের ভাসমান সুদহারকে স্থির সুদহারে রূপান্তর করতে পারবে। ফলে—
সুদের হার বেড়ে গেলেও প্রতিষ্ঠানটি ঝুঁকিমুক্ত থাকবে
নির্দিষ্ট হারে ঋণ পরিশোধের সুযোগ তৈরি হবে
পুরো সময়জুড়ে অনুমানযোগ্য নগদ প্রবাহ নিশ্চিত হবে
চুক্তি স্বাক্ষর শেষে সিইও নাসের এজাজ বিজয় বলেন, “স্ট্যান্ডার্ড চার্টার্ড সর্বদা গ্রাহকদের সর্বাধুনিক আর্থিক সমাধান প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। এ ধরনের আইআরএস চুক্তি গ্রাহকদের আর্থিক স্থিতিশীলতা ও প্রবৃদ্ধি অর্জনে সহায়ক। আমরা দেশের অন্যতম ফার্মাসিউটিক্যাল কোম্পানিকে পরিবর্তনশীল সুদের ঝুঁকি সামলাতে সহযোগিতা করতে পেরে আনন্দিত।”



