Logo
Logo
×

অর্থনীতি

সাশ্রয়ী মূল্যে পরিবেশবান্ধব পাটের ব্যাগ বিক্রি

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৫, ০৭:৫৩ পিএম

সাশ্রয়ী মূল্যে পরিবেশবান্ধব পাটের ব্যাগ বিক্রি

ছবি-সংগৃহীত

ঢাকা শহরের ভোক্তাদের জন্য সাশ্রয়ী মূল্যে পরিবেশবান্ধব পাটের ব্যাগ বাজারজাতকরণ কার্যক্রম শুরু হয়েছে। টিসিবির নির্ধারিত ডিলারদের মাধ্যমে ভর্তুকি মূল্যে এসব ব্যাগ রাজধানীর বিভিন্ন বাজারে পাওয়া যাবে। ব্যাগের মান ও সাইজ অনুযায়ী দাম নির্ধারণ করা হয়েছে ২০, ২৫, ৩০, ৩৫, ৭০ ও ৮০ টাকা।

সোমবার (৩১ আগস্ট) কারওয়ান বাজারে এ কার্যক্রমের উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “পরিবেশ রক্ষায় পলিথিনের পরিবর্তে পাটের ব্যাগ ব্যবহার অত্যন্ত জরুরি। সরকার ভর্তুকি দিয়ে পাটের ব্যাগ সরবরাহ করছে। জনগণের অংশগ্রহণ ছাড়া এ উদ্যোগ সফল হবে না।”

তিনি আরও সতর্ক করে বলেন, নিষিদ্ধ ঘোষিত পলিথিন পাওয়া গেলে কোনো ছাড় দেওয়া হবে না। জব্দের পাশাপাশি আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং নিয়মিত বাজার তদারকি চলবে।

উপদেষ্টা জানান, পলিথিনের বহুল ব্যবহার মাটি, পানি ও জীববৈচিত্র্যের জন্য ভয়াবহ হুমকি তৈরি করছে। বিপরীতে পাটের ব্যাগ টেকসই, পুনঃব্যবহারযোগ্য ও পরিবেশবান্ধব। এ উদ্যোগটি বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের অর্থায়নে বাস্তবায়ন করা হচ্ছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। সভাপতিত্ব করেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রউফ। এছাড়া পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. ফাহমিদা খানম, পাট অধিদপ্তরের মহাপরিচালক জিনাত আরা এবং কারওয়ান বাজার ব্যবসায়ী সমিতির নেতারা বক্তব্য দেন।

বক্তারা বলেন, ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে পলিথিন ও একবার ব্যবহার্য প্লাস্টিক বন্ধ করা জরুরি। এ জন্য আজকের অঙ্গীকার— “আমরা আর পলিথিন শপিং ব্যাগ ব্যবহার করব না।”

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন