ব্যান্ডউইথ সেবার মূল্য পরিশোধে শিথিলতা বিবি
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৫, ০৭:৪১ পিএম
ছবি-সংগৃহীত
বিদেশি প্রতিষ্ঠান থেকে ইন্টারনেট ব্যান্ডউইথ কেনার জন্য মূল্য পরিশোধের নিয়ম শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক (বিবি)। এখন থেকে এ খাতে অর্থ পাঠাতে কেন্দ্রীয় ব্যাংকের আলাদা অনুমোদন লাগবে না। নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে বাণিজ্যিক ব্যাংকগুলো নিজেরাই সরাসরি এ অর্থ পাঠাতে পারবে।
রোববার (৩১ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক বিনিময় নীতি বিভাগ এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করে।
সার্কুলারে বলা হয়, বিদেশি প্রতিষ্ঠানের কাছে ব্যান্ডউইথ সেবার মূল্য পরিশোধে ব্যাংকে জমা দিতে হবে—
উপযুক্ত কর্তৃপক্ষের লাইসেন্স,
বিদেশি পক্ষের সঙ্গে সম্পাদিত চুক্তির কপি,
বিটিআরসি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন,
কর কর্তৃপক্ষের সনদ,
ইনভয়েস এবং নিরীক্ষিত হিসাব বিবরণী।
এই নথিপত্র যাচাই করার পর ব্যাংকগুলো সরাসরি অর্থ পাঠাতে পারবে। তবে সব নথি ব্যাংকে সংরক্ষণ করতে হবে এবং বাংলাদেশ ব্যাংকের পরিদর্শনে চাইলে তা দেখাতে হবে। পাশাপাশি মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধসংক্রান্ত নীতিমালা কঠোরভাবে মানতে হবে।
একই সার্কুলারে বিদেশি আমদানিকারক বা ঠিকাদারের অনুকূলে পারফরম্যান্স বন্ড কিংবা গ্যারান্টি ইস্যুর ক্ষেত্রেও ছাড় দেওয়া হয়েছে। এখন থেকে বাংলাদেশ ব্যাংকের আলাদা অনুমোদন ছাড়াই স্থানীয় রপ্তানিকারক ও সাব-কন্ট্রাক্টরদের জন্য ব্যাংকগুলো এসব গ্যারান্টি দিতে পারবে।
বৈদেশিক বিনিময় নীতি বিভাগ জানিয়েছে, ভুলবশত বা অতিরিক্ত অর্থ প্রেরণ হলে দ্রুত ফেরত আনার বিষয়ে আবেদনকারী সংস্থার কাছ থেকে অঙ্গীকারনামা নিতে হবে।



