সবজির দাম ঊর্ধ্বমুখী, বিপাকে ক্রেতা-বিক্রেতা উভয়েই
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৫, ১২:৪১ পিএম
ছবি : সংগৃহীত
রাজধানীর বাজারে গত দুই মাস ধরে সব ধরনের সবজির দাম বেড়ে যাওয়ায় সাধারণ ক্রেতারা চরম ভোগান্তিতে পড়েছেন। আলু ও কাঁচা পেঁপে ছাড়া প্রায় সব সবজির দাম ৮০ থেকে ১০০ টাকার ঘরে পৌঁছেছে, যা অনেকের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে।
শুক্রবার (২৯ আগস্ট) রাজধানীর শান্তিনগর, রামপুরা ও মালিবাগসহ বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, ঢেঁড়স ৮০ টাকা, করলা ১০০ টাকা, গোল বেগুন ১২০ টাকা, শসা ৮০ টাকা, ঝিঙা ১০০ টাকা, ধন্দুল ও চিচিঙ্গা ৮০ টাকা, বরবটি ১০০ টাকা, পটল ও কাঁকরোল ৮০ টাকা, লম্বা বেগুন ৮০ টাকা, টমেটো ১৪০ টাকা, কাঁচা মরিচ ২০০ টাকা এবং কাঁচা পেঁপে ৩০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। আলুর দাম তুলনামূলকভাবে কম—২৫ টাকা কেজি।
বেসরকারি চাকরিজীবী মাসুদ রানা বলেন, “সবজির দাম এত বেশি যে এখন আধা কেজি বা ২৫০ গ্রাম করে কিনতে হচ্ছে। আলু আর কাঁচা পেঁপে ছাড়া কিছুই ৮০ টাকার নিচে নেই। আমাদের মতো সাধারণ মানুষ কীভাবে বাজার করবে?”
সবজি বিক্রেতারাও ক্ষতির মুখে। রামপুরা বাজারের সানাউল হক জানান, “আগে প্রতিদিন ১৫-২০ কেজি করে সবজি আনতাম, এখন ৪-৫ কেজি এনেও বিক্রি হচ্ছে না। দাম বাড়ায় ক্রেতারা কম কিনছেন, আমরাও ক্ষতিগ্রস্ত হচ্ছি।”
মালিবাগ বাজারের বিক্রেতা মুকিদুর রহমান বলেন, “এখন বেশিরভাগ সবজির মৌসুম নয়। সরবরাহ কম, আর টানা বৃষ্টিতে ক্ষেত ক্ষতিগ্রস্ত হয়েছে। পাইকারি বাজারে দাম বেড়ে যাওয়ায় খুচরা বিক্রিতেও প্রভাব পড়ছে।”
সবজির বাজারে এই লাগাতার মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর মনিটরিং ও উদ্যোগের দাবি জানিয়েছেন ভোক্তা ও বিক্রেতারা।



