আয়কর বিভাগের ২২৫ জন কর পরিদর্শককে একযোগে বদলি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৫, ১০:০১ পিএম
ছবি : সংগৃহীত
আয়কর বিভাগের ২২৫ জন কর পরিদর্শককে একযোগে বদলি করেছে সরকার। বুধবার (২৭ আগস্ট) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে, যেখানে বোর্ডের সচিব মো. আনিসুল ইসলাম স্বাক্ষর করেন।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, সংশ্লিষ্ট কর পরিদর্শকদের পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাদের নামের পাশে উল্লিখিত কর্মস্থলে বদলি বা পদায়ন করা হয়েছে। এই আদেশ জ্যেষ্ঠতার ভিত্তিতে নয়, বরং জনস্বার্থে জারিকৃত এবং তা অবিলম্বে কার্যকর হবে।
বদলি হওয়া কর পরিদর্শকদের নাম জানতে এখানে ক্লিক করুন।



