Logo
Logo
×

অর্থনীতি

সিলেটে প্রাইম ব্যাংক মানি লন্ডারিং প্রতিরোধ প্রশিক্ষণ

Icon

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৫, ০৮:২৯ পিএম

সিলেটে প্রাইম ব্যাংক মানি লন্ডারিং প্রতিরোধ প্রশিক্ষণ

প্রাইম ব্যাংক পিএলসির আয়োজনে সিলেটে মানি লন্ডারিং প্রতিরোধ ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ সংক্রান্ত দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি ব্যাংকের সিলেট আঞ্চলিক কার্যালয়ের সহযোগিতায় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

প্রশিক্ষণ কার্যক্রমের সভাপতিত্ব করেন প্রাইম ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও চিফ এন্টি মানি লন্ডারিং কমপ্লায়েন্স অফিসার মো. জিয়াউর রহমান। অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে তিনি দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। উদ্বোধনী সেশনে স্বাগত বক্তব্য দেন সিলেট আঞ্চলিক প্রধান মো. হুমায়ুন কবীর।

প্রশিক্ষণে অতিথি রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের অতিরিক্ত পরিচালক ড. মো. রায়হানুল ইসলাম। তিনি ব্যাংকিং খাতে কমপ্লায়েন্স কার্যক্রম জোরদারকরণ বিষয়ে তার অভিজ্ঞতা শেয়ার করেন।

সিলেট অঞ্চলের ২৩টি শাখার শাখা প্রধান ও শাখা এন্টি মানি লন্ডারিং কমপ্লায়েন্স অফিসারসহ মোট ১৫৫ কর্মকর্তা প্রশিক্ষণে অংশ নেন।

প্রাইম ব্যাংক জানিয়েছে, এই প্রশিক্ষণ কর্মসূচি মূলত জাতীয় ও আন্তর্জাতিক মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধের মানদণ্ড অনুসরণ এবং ব্যাংকের কমপ্লায়েন্স শক্তিশালী করার প্রতিশ্রুতির প্রতিফলন।

বিজ্ঞপ্তি

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন