Logo
Logo
×

অর্থনীতি

এইচএসবিসি এক্সপোর্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস দিবে

Icon

স্টাফ রিপোর্টার :

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৫, ০৪:৫৬ পিএম

এইচএসবিসি এক্সপোর্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস দিবে

ছবি-সংগৃহীত

দেশের টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রাখা রপ্তানিকারকদের স্বীকৃতি দিতে ‘এইচএসবিসি এক্সপোর্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৫’ আয়োজনের ঘোষণা দিয়েছে দ্য হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশন (এইচএসবিসি) লিমিটেড বাংলাদেশ। সোমবার (১৮ আগস্ট) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।

এবারের আয়োজনের পৃষ্ঠপোষকতা করছে বাণিজ্য মন্ত্রণালয় ও ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশন। টেকনিক্যাল পার্টনার হিসেবে রয়েছে কেপিএমজি অ্যাডভাইজরি সার্ভিসেস লিমিটেড।

এই অ্যাওয়ার্ড চারটি ক্যাটাগরিতে প্রদান করা হবে

১. আরএমজি (তৈরি পোশাক শিল্প)

২. আরএমজি ব্যাকওয়ার্ড লিংকেজ

৩. ম্যানুফ্যাকচারিং

৪. সার্ভিস

মনোনয়ন ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ আগামী ১৮ সেপ্টেম্বর। পুরস্কার নির্বাচনে বিবেচনায় নেওয়া হবে প্রতিষ্ঠানের রপ্তানি ও অর্থনীতিতে অবদান, সামাজিক দায়বদ্ধতা, টেকসই পরিচালনা, ডাইভার্সিটি এবং রেগুলেটরি কমপ্লায়েন্স। এতে কোনো এন্ট্রি ফি লাগবে না এবং অংশ নিতে এইচএসবিসির গ্রাহক হওয়ারও কোন প্রয়োজন নেই।

অংশগ্রহণের শর্ত :আরএমজি খাত: বার্ষিক রপ্তানি আয় কমপক্ষে ১০০ মিলিয়ন মার্কিন ডলার। আরএমজি ব্যাকওয়ার্ড লিংকেজ: অন্তত ৫০ মিলিয়ন মার্কিন ডলার। ম্যানুফ্যাকচারিং খাত (ইলেকট্রনিক্স, ইঞ্জিনিয়ারিং, প্লাস্টিকস, ফার্নিচার, জুতা, চামড়াজাত পণ্য, অ্যাগ্রো প্রসেসিং ইত্যাদি): ন্যূনতম ১০ মিলিয়ন মার্কিন ডলার। সার্ভিস খাত (প্রফেশনাল, ডিজিটাল, জ্ঞানভিত্তিক সেবা): ন্যূনতম ৫ মিলিয়ন মার্কিন ডলার। মনোনয়ন ফর্ম ও বিস্তারিত পাওয়া যাবে ওয়েবসাইটে: www.business.hsbc.com.bd/EEA2025

সংবাদ সম্মেলনে এইচএসবিসি বাংলাদেশের কান্ট্রি হেড অব কমিউনিকেশনস তালুকদার নোমান আনোয়ার নিয়মাবলি তুলে ধরেন

এ সময় এইচএসবিসি বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. মাহবুব উর রহমান বলেন, “এই পুরস্কারের মাধ্যমে আমরা দেশের সফল প্রতিষ্ঠান ও উদ্যোক্তাদের সাফল্যকে উদযাপন করছি। ‘মেইড ইন বাংলাদেশ’-কে বিশ্ববাজারে প্রতিষ্ঠা এবং অর্থনীতিকে শক্তিশালী করতে তাদের অবদান আমাদের জন্য গর্বের।” পূর্বে অ্যাওয়ার্ডপ্রাপ্ত প্রতিষ্ঠান ডিবিএল গ্রুপের এমডি এমএ জাব্বার ও এনভয় লিগ্যাসি গ্রুপের চেয়ারম্যান কুতুবউদ্দিন আহমেদ অনুষ্ঠানে তাদের অভিজ্ঞতা ও অনুভূতি শেয়ার করেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন