Logo
Logo
×

অর্থনীতি

পেঁয়াজের আইপি বরাদ্দ বাড়ানোর দাবি ব্যবসায়ীদের

Icon

সোনামসজিদ বন্দর প্রতিনিধি :

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৫, ০৫:১৩ পিএম

পেঁয়াজের আইপি বরাদ্দ বাড়ানোর দাবি ব্যবসায়ীদের

দেশের বাজারে পেঁয়াজের স্বাভাবিক সরবরাহ বজায় রাখতে আমদানির ক্ষেত্রে বর্তমান আইপি (ইমপোর্ট পারমিট) নীতি পুনর্বিবেচনার দাবি জানিয়েছে সোনামসজিদ আমদানি ও রপ্তানিকারক গ্রুপ।

রোববার (১৭ আগস্ট) দুপুরে সোনামসজিদ স্থলবন্দর আমদানি-রফতানিকারক গ্রুপের সভাপতি মো. একরামুল হক সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় বলেন,সম্প্রতি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সীমিত পরিমাণে আইপি দিচ্ছেকখনো ৫০ টন, আবার কখনো ৩০ টন। অথচ ভারত থেকে প্রতিটি ট্রাকে সাধারণত ২৫ থেকে ৩০ মেট্রিক টন পেঁয়াজ আসে। ফলে ৩০ টনের আইপি দিলে এলসি, শুল্ক, সিঅ্যান্ডএফসহ অন্যান্য খরচ বেড়ে যাবে। এর প্রভাব সরাসরি বাজারে পড়বে, দাম অস্থিতিশীল হয়ে উঠবে।

তিনি আরো বলেন, আগের মতো উন্মুক্ত-ভাবে আইপি দেয়া হলে আমদানিকারকরা সুবিধা পাবেন, সময় ও খরচ সাশ্রয় হবে, সেইসঙ্গে বাজারে সরবরাহ স্বাভাবিক থাকবে।

আমদানিকারক গ্রুপ নেতাদের দাবি, সীমিত আইপি বরাদ্দ অব্যাহত থাকলে অরাজকতা তৈরি হবে। কেউ আইপি পাবে, কেউ পাবে নাফলে বাজারে সরবরাহ ব্যাহত হবে, ভোক্তারা ক্ষতিগ্রস্ত হবেন।

এ সময় সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, কোষাধ্যক্ষ নাজমুল হোসেন, দপ্তর সম্পাদক মাসুম বিল্লাহসহ কার্যনির্বাহী সদস্যরা উপস্থিত ছিলেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন