Logo
Logo
×

অর্থনীতি

এডিবি পুঁজিবাজারের সংস্কার ও উন্নয়নে সহায়তা দেবে

Icon

স্টাফ রিপোর্টার :

প্রকাশ: ০৮ আগস্ট ২০২৫, ০৬:৪৬ পিএম

এডিবি পুঁজিবাজারের সংস্কার ও উন্নয়নে সহায়তা দেবে

ছবি-সংগৃহীত

বাংলাদেশের পুঁজিবাজারের টেকসই সংস্কার ও উন্নয়নে কারিগরি সহযোগিতা প্রদানের আগ্রহ প্রকাশ করেছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)।

বৃহস্পতিবার পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে এ আগ্রহের কথা জানিয়েছে সংস্থাটি ।বৈঠকে বিএসইসি‘র পক্ষ থেকে আগামীতে দেশের পুঁজিবাজারের আধুনিকায়নে এডিবি’র সঙ্গে যৌথভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।

নিয়ন্ত্রক সংস্থার কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ, এডিবি’র বাংলাদেশ আবাসিক মিশনের সিনিয়র ফিন্যান্সিয়াল সেক্টর স্পেশালিস্ট এমএস মনোহারি গুণাবর্ধেনা, সিনিয়র প্রজেক্ট অফিসার (ফিন্যান্সিয়াল সেক্টর) মোহাম্মদ রাশেদ আল হাসান, বিএসইসি’র পরিচালক মো. আবুল কালাম, যুগ্ম পরিচালক সৈয়দ মুহাম্মদ গোলাম মাওলা এবং উপ-পরিচালক মোহাম্মদ আসিফ ইকবাল উপস্থিত ছিলেন।

বিএসসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে দেশের পুঁজিবাজারের সার্বিক উন্নয়নের বিভিন্ন দিক তথা পুঁজিবাজারের সংস্কার পরিকল্পনা ও সংস্কার বাস্তবায়ন, পুঁজিবাজারের আধুনিকায়ন, বিএসইসির সার্ভেইল্যান্স সিস্টেমের আধুনিকায়ন, ইআরপি সিস্টেমের উন্নয়ন ও বাস্তবায়ন, পুঁজিবাজারে স্বচ্ছতা-জবাবদিহিতা ও সুশাসন বৃদ্ধি, তালিকাভুক্ত কোম্পানিসমূহের স্বতন্ত্র পরিচালকদের দক্ষতা-সক্ষমতার উন্নয়ন ঘটিয়ে কোম্পানিসমূহের সুশাসন নিশ্চিতকরণ, বন্ড মার্কেটের উন্নয়ন, টেকসই অর্থায়ন, কমোডিটি এক্সচেঞ্জ ও ডেরিভেটিভ পণ্য, দীর্ঘমেয়াদি অর্থায়নের ক্ষেত্র হিসেবে পুঁজিবাজারকে প্রতিষ্ঠা, পুঁজিবাজারের ভালো মৌল ভিত্তিসম্পন্ন দেশি-বিদেশী ও বহুজাতিক কোম্পানির তালিকাভুক্তি, দেশের পুঁজিবাজারের বিদ্যমান আইনসমূহ যুগোপযোগিকরণ ইত্যাদি বিষয়ে আলোচনা হয়েছে।

বৈঠকে পুঁজিবাজার সংস্কারে গৃহীত উদ্যোগ-কার্যক্রম, গঠিত টাস্কফোর্স ও তদন্ত কমিটির রিপোর্ট এবং পুঁজিবাজারের উন্নয়নে পরিকল্পনার বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরে বিএসইসি চেয়ারম্যান বলেন, পুঁজিবাজার সংস্কারের অংশ হিসেবে টাস্কফোর্সের সুপারিশের ভিত্তিতে মার্জিন রুলস, পাবলিক ইস্যু রুলস ও মিউচুয়াল ফান্ড বিধিমালা প্রণয়নের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন