বিদেশি মুদ্রার হিসাবধারীর জন্য ডেবিট কার্ড আনল ইসলামী ব্যাংক
স্টাফ রিপোর্টার :
প্রকাশ: ০৭ আগস্ট ২০২৫, ০৯:৫৮ পিএম
বিদেশি মুদ্রার হিসাবধারীর জন্য মাস্টারকার্ড ব্র্যান্ডের আন্তর্জাতিক ডেবিট কার্ড চালু করেছে ইসলামী ব্যাংক।
বৃহস্পতিবার মতিঝিলে ইসলামী ব্যাংক টাওয়ারে এমডি ওমর ফারুক খাঁন এ সেবা উদ্বোধন করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়, এ কার্ডের মাধ্যমে ইসলামী ব্যাংকের রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট (আরএফসিডি), ফরেন কারেন্সি কারেন্ট (এফসিসি) ও এক্সপোর্টার্স রিটেনশন কোটা (ইআরকিউ) হিসাবধারীরা বিদেশি মুদ্রায় দেশে-বিদেশে লেনদেন করতে পারবেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত এমডি আলতাফ হুসাইন ও মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার, মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল, ডাইরেক্টর সোহেল আলিম, ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মাহমুদুর রহমান, রফিকুল ইসলাম, মুহাম্মদ সাঈদ উল্লাহ, কে এম মুনিরুল আলম আল-মামুন ও এম কামাল উদ্দীন জসীম।



