মূল্যস্ফীতি ৩ শতাংশে নামিয়ে আনার লক্ষ্যে নতুন মুদ্রানীতি ঘোষণা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩১ জুলাই ২০২৫, ০৩:৫৭ পিএম
ছবি : সংগৃহীত
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, দেশে মূল্যস্ফীতি কমছে এবং ভবিষ্যতে তা আরও কমিয়ে ৩-৫ শতাংশে আনার পরিকল্পনা রয়েছে।
বৃহস্পতিবার (৩১ জুলাই) ২০২৫-২৬ অর্থবছরের প্রথমার্ধের (জুলাই-ডিসেম্বর) জন্য মুদ্রানীতি প্রকাশের সময় তিনি এই আশাবাদ ব্যক্ত করেন। গভর্নর জানান, জানুয়ারির পর থেকে মূল্যস্ফীতিতে ধীরগতি দেখা দিয়েছে, তবে প্রত্যাশিত পর্যায়ে পৌঁছাতে এখনও সময় লাগবে।
তিনি বলেন, “আমরা চাই মূল্যস্ফীতি আরও কমুক, কিন্তু সেই লক্ষ্যমাত্রায় এখনও পৌঁছাইনি। অর্থনীতিতে যে চাপ সৃষ্টি হবে, তা সামলে নিতে হবে।”
নতুন মুদ্রানীতিতে আগের মতোই নীতিসুদ হার ১০ শতাংশ নির্ধারণ করা হয়েছে। গভর্নর জানান, বাংলাদেশ ব্যাংক ডিসেম্বর নাগাদ লেন্ডিং এবং ডিপোজিট রেট ১০ শতাংশের নিচে নামিয়ে আনার প্রচেষ্টা চালাবে।



