সাইবার হামলার বিষয়ে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে সতর্ক থাকতে বলেছে বাংলাদেশ ব্যাংক। সব সার্ভার, ডেটাবেজ ও সিস্টেমের প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিতে বলা হয়েছে। একই সঙ্গে অপ্রয়োজনীয় পোর্ট বন্ধ রাখা এবং সব ক্ষেত্রে ডেটার অননুমোদিত ব্যবহারকারীকে ঠেকানোর প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
গতকাল বুধবার ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, এমএফএস প্রতিষ্ঠান, পেমেন্ট সার্ভিস প্রোভাইডার, পেমেন্ট সার্ভিস অপারেটর, ই-পেমেন্ট গেটওয়ের প্রধান নির্বাহীদের এ সম্পর্কিত চিঠি দেওয়া হয়েছে।
এতে বলা হয়, আসন্ন দিনে সাইবার হামলায় রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পরিকাঠামো, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবা এবং সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কার্যক্রম ব্যাহত হতে পারে বলে বিভিন্ন উৎস থেকে জানা গেছে।
ছোট বা মাঝারি ধরনের সাইবার হামলা ঠেকানোর জন্য সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে প্রস্তুতি নিতে হবে। সাইবার হামলা ঠেকানো ও তথ্যের নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়েছে।



