ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংকের এজিএম হতে বাধা নেই
স্টাফ রিপোর্টার :
প্রকাশ: ২৯ জুলাই ২০২৫, ০৯:৪৯ পিএম
ছবি-সংগৃহীত
আগামী ৩১ জুলাই ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংকের (ইউসিবিএল) বার্ষিক সাধারণ সভা (এজিএম) হতে কোনো বাধা নেই বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত। গত ২৭ জুলাই হাইকোর্টের কোম্পানি-সংক্রান্ত বেঞ্চ এজিএম স্থগিত করে যে আদেশ দিয়েছিলেন, সেটির বিরুদ্ধে ইউসিবিএল আপিল করলে, আজ মঙ্গলবার (২৯ জুলাই) বিচারপতি ফারাহ মাহবুবের চেম্বার আদালত হাইকোর্টের আদেশ স্থগিত করেন।
গত ২৭ জুলাই হাইকোর্টের কোম্পানি-সংক্রান্ত বেঞ্চ এজিএম স্থগিত করে যে আদেশ দিয়েছিলেন, সেটির বিরুদ্ধে ইউসিবিএল আপিল করলে, আজ মঙ্গলবার (২৯ জুলাই) বিচারপতি ফারাহ মাহবুবের চেম্বার আদালত হাইকোর্টের আদেশ দুই সপ্তাহের জন্য স্থগিত করেন। একইসাথে এই আপিল আগামী ৪ আগস্ট প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চে শুনানির দিন ধার্য করা হয়েছে বলে সাংবাদিকদের জানান ব্যাংকটির আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।
তিনি বলেন, ব্যাংকের ৬ শেয়ারহোল্ডার হাইকোর্টের কোম্পানি-সংক্রান্ত বেঞ্চে এজিএম স্থগিত চেয়ে আবেদন করেন। সেটির প্রেক্ষিতে গত ২৭ জুলাই উচ্চ আদালত ব্যাংকের এজিএম স্থগিত করার আদেশ দেন। ব্যাংক সেই আদেশের বিরুদ্ধে আপিল করলে– আজ চেম্বার জজ আদালত এই আদেশ দেন।
ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, 'ওই ৬ শেয়ারহোল্ডার এজিএম স্থগিত চেয়ে যে আবেদন হাইকোর্টে করেছেন, সেটির আইনগত কোনো ভিত্তি নেই। কারণ, কেন্দ্রীয় ব্যাংক ব্যাংক কোম্পানি আইনের ৪৭ ধারা অনুযায়ী, এখানে অন্তবর্তীকালীন কমিটি গঠন করেছে। সেই কমিটি শেয়ার ক্যাপিটাল বৃদ্ধি, রাইট শেয়ার দেয়াসহ সমস্ত কার্যবলী করতে পারবেন। এমনকি বোর্ড অব ডিরেক্টরস গঠন করতে পারবে।'



