Logo
Logo
×

অর্থনীতি

শেয়ারবাজারে ব্র্যাক ব্যাংকের বাজার মূলধন এক বিলিয়ন ডলার ছাড়াল

Icon

অনলাইন ডেস্ক :

প্রকাশ: ২৭ জুলাই ২০২৫, ০৯:৪৮ এএম

শেয়ারবাজারে ব্র্যাক ব্যাংকের বাজার মূলধন এক বিলিয়ন ডলার ছাড়াল

দেশের শেয়ারবাজারে এক বিলিয়ন বা ১০০ কোটি মার্কিন ডলারের মার্কেট ক্যাপিটালাইজেশন তথা বাজার মূলধন অতিক্রম করেছে বেসরকারি খাতের ব্র্যাক ব্যাংক। পুঁজিবাজারে একমাত্র দেশীয় ব্যাংক হিসেবে এই ঐতিহাসিক মাইলফলক অর্জন করেছে ব্যাংকটি।


ব্র্যাক ব্যাংক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, এই অর্জন ব্র্যাক ব্যাংকের সফল কার্যক্রম ও ভবিষ্যৎ সম্ভাবনার বিষয়ে দেশি–বিদেশি বিনিয়োগকারীদের অবিচল আস্থার প্রতিফলন। ধারাবাহিক এই সাফল্যের মূলে রয়েছে ব্যাংকের করপোরেট সুশাসন, আর্থিক সক্ষমতা ও দেশি–বিদেশি ক্রেডিট রেটিং প্রতিষ্ঠান থেকে পাওয়া সেরা ক্রেডিট রেটিং বা ঋণমান।
ব্লু-চিপ শেয়ার হিসেবে বিবেচিত ব্র্যাক ব্যাংকের শেয়ারের মূল্য সাম্প্রতিক সময়ে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে ঊর্ধ্বমুখী অবস্থানে রয়েছে। ১০ টাকা ফেস ভ্যালু বা অভিহিত মূল্যের এই শেয়ারের প্রতিটির দাম গত ২১ জুলাই বেড়ে ৬৩ টাকা ৭০ পয়সায় উন্নীত হয়।


সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্র্যাক ব্যাংকের ১৯৯ কোটি তালিকাভুক্ত শেয়ারের মধ্যে পরিচালক ও স্পন্সরদের অংশ ৪৬ দশমিক ১৭ শতাংশ এবং বিদেশি বিনিয়োগকারীদের হিস্যা ৩৩ দশমিক ৭৯ শতাংশ। এ ছাড়া স্থানীয় প্রাতিষ্ঠানিক ও সাধারণ বিনিয়োগকারীদের হিস্যা হচ্ছে যথাক্রমে ১৩ দশমিক ২৮ শতাংশ ও ৬ দশমিক ৭৬ শতাংশ।


বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্র্যাক ব্যাংকের অনুমোদিত মূলধন ৫ হাজার কোটি টাকা ও পরিশোধিত মূলধন ১ হাজার ৯৯১ কোটি টাকা। এই ব্যাংক সব গুরুত্বপূর্ণ আর্থিক সূচক, যেমন—আর্নিং পার শেয়ার (ইপিএস), রিটার্ন অন ইকুইটি (আরওই), রিটার্ন অন অ্যাসেট (আরওএ), নন-পারফর্মিং লোন (এনপিএল) এবং কর–পরবর্তী মুনাফায় প্রবৃদ্ধির ধারাবাহিকতা বজায় রেখেছে।


ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী (চলতি দায়িত্ব) তারেক রেফাত উল্লাহ খান বলেন, ‘বাংলাদেশের প্রথম ও একমাত্র ব্যাংক হিসেবে বাজার মূলধনে এক বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে যাওয়ায় আমরা অত্যন্ত গর্বিত ও আনন্দিত। এই মাইলফলক ব্র্যাক ব্যাংকের সব শেয়ারধারী ও গ্রাহকের অবিচল আস্থার প্রতিফলন।’


তারেক রেফাত উল্লাহ খান আরও বলেন, ‘এই অর্জন সবার কাছে আমাদের শক্তিশালী সুশাসন সংস্কৃতি, বিচক্ষণ আর্থিক ব্যবস্থাপনা এবং দীর্ঘমেয়াদি ভ্যালু ও ইমপ্যাক্ট তৈরির প্রতিশ্রুতি তুলে ধরে। আমরা টেকসই প্রবৃদ্ধি ও শেয়ারহোল্ডারদের স্বার্থ রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ।’


২০০১ সালে যাত্রা শুরু করে ব্র্যাক ব্যাংক। বর্তমানে সারা দেশে ১৯১টি শাখা, ৯৪টি উপশাখা, ৩৩০টি এটিএম, ৪৪৬টি এসএমই ইউনিট অফিস, ১ হাজার ১২১টি এজেন্ট ব্যাংকিং আউটলেট ও ৮ হাজারেরও বেশি কর্মী নিয়ে এই ব্যাংকের কার্যক্রম বিস্তৃত রয়েছে। আর গ্রাহক সংখ্যা ১৮ লাখের বেশি।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন