
প্রিন্ট: ০১ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫৩ পিএম
আগের দিনের চেয়ে লেনদেন বেশি ২১১ কোটি টাকা, বেড়েছে সূচকও

অনলাইন ডেস্ক :
প্রকাশ: ২৩ জুলাই ২০২৫, ০৪:০৫ পিএম

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বুধবার আগের কয়েক দিনের তুলনায় সূচক এবং লেনদেন অনেক বেশি হারে বেড়েছে। প্রধান সূচক ৯৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৩৬৪ পয়েন্টে। অন্যদিকে লেনদেন আগের দিনের চেয়ে প্রায় ২১১ কোটি টাকা বেড়ে ৯৮৬ কোটি ৫৩ লাখ টাকায় দাঁড়িয়েছে।
চলতি মাসে একদিনে সূচকের এত বড় উত্থান দেখা যায় নি। সূচক বৃদ্ধির হার ১ দশমিক ৭৭ শতাংশ। অন্যদিকে লেনদেনও একদিনে গতকালের মতো জুলাইয়ের কোনো কার্যদিবসে বাড়েনি। প্রধান সূচকের বাইরে শরিয়াহ সূচক ১৬ দশমিক ৮০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৭৮ পয়েন্টে। আর ‘ডিএস৩০’ সূচক ৫৬ দশমিক ৩১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৮৬ পয়েন্টে। আজ বুধবার লেনদেন হওয়া ৩৯৯ টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ২১৮টির, কমেছে ১০২টির এবং অপরিবর্তিত ছিল ৭৯টির।
পর্যালোচনায় দেখা যায়, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক টানা আট কার্যদিবস বাড়ল। গতকাল মঙ্গলবার ডিএসইক্স ৫১ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২৭১ পয়েন্টে ছিল। আর লেনদেন ছিল ৭২২ কোটি টাকার শেয়ার। সোমবার লেনদেন হয়েছিল ৮৬০ কোটি ৭০ লাখ টাকার। আর সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ছিল ৭৭৫ কোটি ৬০ লাখ টাকা। আর বুধবার ডিএসইতে লেনদেন ৭০০ কোটি টাকা ছাড়ায়।
ডিএসইএক্স গত ৯ জুলাই ৫ হাজার পয়েন্ট ছাড়ায়। গত ১৪ জুলাই থেকে সূচকটি টানা বেড়েছে। সম্প্রতি লেনদেনও তুলনামূলক বেড়েছে। চলতি মাসের শুরুর দিকে লেনদেন ৫০০ কোটি টাকার আশে পাশে ছিল। বাজার সংশ্লিষ্টরা জানিয়েছেন, ডলারের বিপরীতে টাকা শক্তিশালী হওয়া, সঞ্চয়পত্রের সুদহার কমা, বাজেটে কিছু ইতিবাচক পদক্ষেপ শেয়ারবাজারে সূচক ও লেনদেন বৃদ্ধিতে ভূমিকা রাখছে।