
প্রিন্ট: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৯ এএম
লাইটিং ব্র্যান্ড চিন্ট এবার বাংলাদেশে

অনলাইন ডেস্ক :
প্রকাশ: ২০ জুলাই ২০২৫, ০৫:৪৫ পিএম

বিশ্বখ্যাত এলইডি লাইটিং ব্র্যান্ড চিন্ট এবার বাংলাদেশে আত্মপ্রকাশ করছে, যার মাধ্যমে ভোক্তারা পেতে যাচ্ছেন অত্যাধুনিক লাইটিং প্রযুক্তি ও আন্তর্জাতিক মানসম্পন্ন পণ্যের অভিজ্ঞতা।
এ উপলক্ষে, ডিএক্স হাই টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ডিএক্স গ্রুপ-এর একটি প্রতিষ্ঠান, সম্প্রতি ঝিঝাং চিন্ট লাইটিং কোম্পানি লিমিটেডের সাথে একটি আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর করেছে, যা চিন্ট এর বিশ্বমানের পণ্য বাংলাদেশে আনার পথ সুগম করেছে।
চিন্ট একটি স্মার্ট এনার্জি সলিউশনের জন্য বিশ্বখ্যাত, যা বৈদ্যুতিক প্রযুক্তিতে উদ্ভাবনমূলক পণ্যের জন্য ১৪০টিরও বেশি দেশে স্বীকৃত। এই সহযোগিতা ডিএক্স গ্রুপ-এর মানসম্পন্ন ডিস্ট্রিবিউশন, রিটেইল এবং সার্ভিস বাংলাদেশ এ চিন্ট পথচলাকে টেকসই করবে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএক্স গ্রুপ-এর প্রতিষ্ঠাতা ও সিইও দেওয়ান কানন এবং চিন্ট লাইটিং এর বৈদেশিক বিক্রয় ডিপার্টমেন্ট-এর প্রতিনিধি মাইকেল প্যান।
চিন্ট-এর লাইটিং পণ্যগুলো থাকবে দু’ বছরের ওয়ারেন্টি, যা নির্ভরযোগ্য পারফরম্যান্স ও টেকসই গুণমান নিশ্চিত করবে। সেরা পণ্য সবার নাগালে পৌঁছাতে দেশের আলোক সরঞ্জামের দোকান, শীর্ষস্থানীয় অনলাইন প্ল্যাটফর্ম এবং সুপারশপগুলোতে চিন্ট লাইট পাওয়া যাবে।