Logo
Logo
×

অর্থনীতি

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস : এবার পুরস্কার পেল প্রাণ-আরএফএলের ৬ প্রতিষ্ঠান

Icon

নিজস্ব প্রতিবেদক :

প্রকাশ: ১৪ জুলাই ২০২৫, ০২:২১ পিএম

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস : এবার পুরস্কার পেল প্রাণ-আরএফএলের ৬ প্রতিষ্ঠান

ছবি - রাজধানীর একটি হোটেলে সাসটেইনেবিলিটি সামিট ২০২৫-এ পুরস্কার প্রদান অনুষ্ঠান

দেশে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে গুরুত্বপূর্ণ অবদান রাখায় ‘এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস-২০২৫ পেয়েছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ প্রাণ-আরএফএল-এর ছয় প্রতিষ্ঠান।

মোস্ট সাসটেইনেবল এফএমসিজি কোম্পানি, মোস্ট সাসটেইনেবল অ্যাগ্রিকালচার কোম্পানি এবং মোস্ট সাসটেইনেবল ম্যানুফ্যাকচারিং কোম্পানিসহ মোট ছয়টি বিভাগে পুরস্কার পায় প্রাণ-আরএফএল গ্রুপের উদ্যোগগুলো।

শনিবার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত সাসটেইনেবিলিটি সামিট ২০২৫-এ পুরস্কার প্রদান করা হয়। বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম ও সাসটেইনেবল ব্র্যান্ড ইনেশিয়েটিভের আয়োজনে এ সাসটেইনেবিলিটি সামিট অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে পুরস্কার গ্রহণ করেন প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী আহসান খান চৌধুরী। প্রাণ-আরএফএল গ্রুপের নির্বাহী পরিচালক (ডিজিটাল ট্রান্সফর্ম) খন্দকার তাসফিন আলম, হেড অব সাসটেইনেবিলিটি সুমাইয়া টি আহমেদ, আরএফএল ইলেকট্রনিকস-এর হেড অব মার্কেটিং মোহিত চক্রবর্তী, গ্রুপের হেড অব ট্রাডিশনাল মিডিয়া সুজন খন্দকার এবং হেড অব ডিজিটাল মিডিয়া রাশেদ রায়হান এ সময় উপস্থিত ছিলেন।

বিষয়ে প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক (বিপণন) কামরুজ্জামান কামাল বলেন, বাংলাদেশের মানুষের জীবনজীবিকা উন্নয়নের লক্ষ্যে প্রাণ-আরএফএল গ্রুপ গত চার দশকেরও বেশি সময় ধরে সামাজিক, পরিবেশগতঅর্থনৈতিক উন্নয়নে কাজ করে যাচ্ছেদেশের বিনিয়োগ, উৎপাদনশীলতা, পরিবেশ, কর্মসংস্থান এবং উন্নয়নে ভূমিকা রাখতে আমরা অঙ্গীকারাবদ্ধ। এ পুরস্কার আমাদের আরও অনুপ্রেরণা যোগাবে


Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন