Logo
Logo
×

অর্থনীতি

২৫ কোটি টাকার বিশেষ তহবিল জুলাইযোদ্ধাদের জন্য

Icon

শামসুল আলম সেতু :

প্রকাশ: ০৯ জুলাই ২০২৫, ০৫:৫৫ পিএম

২৫ কোটি টাকার বিশেষ তহবিল জুলাইযোদ্ধাদের জন্য

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান

জুলাইযোদ্ধাদের আর্থিক সাহায্য-সহযোগিতা করার জন্য ২৫ কোটি টাকার বিশেষ তহবিল গঠন করছে বাংলাদেশ ব্যাংক।বুধবার বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান সাংবাদিকদের জানান,অনুদান আকারে দেওয়া হবে এই সহায়তা।  বাংলাদেশ ব্যাংক নিজস্ব তহবিল থেকে ১৪ কোটি টাকা দেবে। পাশাপাশি ভালো পারফরম্যান্সের ১১টি বেসরকারি বাণিজ্যিক ব্যাংক এক কোটি টাকা করে দেবে। প্রতিটি ব্যাংক তাদের বোর্ড সভার মাধ্যমে অনুমোদন নিয়ে এই অর্থ হস্তান্তর করবে বলে তিনি যোগ করেন।

জুলাই আন্দোলনের শহীদ ও আহতদের সম্মান ও সহায়তায় এই বিশেষ তহবিল গঠন করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। শহীদ পরিবারকে আর্থিক সহায়তা এবং আহতদের চিকিৎসা ব্যয়ের উদ্দেশ্যে এ তহবিল ব্যবহার করা হবে। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে গভর্নর ড. আহসান এইচ মনসুরের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সূত্র জানায়, গঠিত তহবিল ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’-এ হস্তান্তর করা হবে, যা শহীদ পরিবার ও আহতদের সহায়তায় পরিচালিত হবে। দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় ব্যাংকের একাধিক কর্মকর্তা এ তহবিল গঠনের দাবি জানিয়ে আসছিলেন। অবশেষে দাবিটি বাস্তবায়নের পথে। এই উদ্যোগকে ‘রাষ্ট্রায়ত্ত মানবিক দায়বদ্ধতার একটি গুরুত্বপূর্ণ উদাহরণ’ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

জুলাইযোদ্ধাদের আর্থিক সাহায্য-সহযোগিতা করার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, অনুদান কখনো ব্যাংক ঋণ হয় না। জুলাই আন্দোলনে  আহতদের যে সাহায্য-সহযোগিতা  করা হচ্ছে এটা নিতান্তই মানবিকতার বিষয়। যেসব ব্যাংক প্রতিবছর নির্দিষ্ট পরিমানের অতিরিক্ত আয় করবে তাদের কাছ থেকে নুন্যতম এক কোটি করে টাকা নেওয়া হবে। ভবিষতে প্রয়োজনে এই অনুদানের অর্থ আরো বাড়ানো ব্যাপারে সংশ্লিষ্টদের সঙ্গে আলাপ-আলোচনা করা হবে।

তিনি আরো বলেন আহতদের পরবর্তীতে যদি কেউ কর্মসংস্থানে বের হতে চায় তাহলে তাদেরকে কিভাবে সাহায্য করা যায় সে বিষয়ে পদক্ষেপ গ্রহণ করা হবে বলে তিনি আশা ব্যক্ত করেন।

তিনি জুলাই আহতদের বিষয়টি মানবিকতার দিক থেকে দেখছেন এবং ভবিষ্যতে এদেরকে ভালোভাবে সাহায্য সহযোগিতা করা যায় সে ব্যাপারেও সংশ্লিষ্টরা পদক্ষেপ নিবেন বলে তিনি আশাবাদী।




Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন