যুক্তরাষ্ট্রের আলোচনার পর শুল্ক হ্রাসের সম্ভাবনা দেখছেন অর্থ উপদেষ্টা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৮ জুলাই ২০২৫, ০৬:৪২ পিএম
ছবি: সংগৃহীত
বাংলাদেশের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ আশা প্রকাশ করেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আসন্ন আলোচনার পর শুল্ক হ্রাসের সম্ভাবনা তৈরি হতে পারে। আগামীকাল (৯ জুলাই) যুক্তরাষ্ট্রে বাণিজ্য উপদেষ্টার সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে, যেখানে ওয়ান-টু-ওয়ান নেগোসিয়েশনের মাধ্যমে এ বিষয়ে অগ্রগতি আশা করছেন সংশ্লিষ্টরা।
মঙ্গলবার (৮ জুলাই) সচিবালয়ে অর্থনৈতিক ও সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে এ মন্তব্য করেন অর্থ উপদেষ্টা। তিনি জানান, “বাণিজ্য সচিব আজ যুক্তরাষ্ট্রে যাচ্ছেন। আগামীকাল আলোচনা শেষে স্পষ্ট ধারণা পাওয়া যাবে। পূর্বের ৬ জুলাইয়ের বৈঠক মোটামুটি ইতিবাচক ছিল।”
তিনি আরও বলেন, বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি মাত্র পাঁচ মিলিয়ন ডলার, যেখানে ভিয়েতনামের ক্ষেত্রে এটি ১২৫ বিলিয়ন ডলার। তাই তুলনামূলকভাবে বাংলাদেশের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের যৌক্তিকতা নেই বলে মন্তব্য করেন তিনি।
অর্থনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে ড. সালেহউদ্দিন বলেন, খাদ্যপণ্যে মূল্যস্ফীতির হার কমতে শুরু করেছে। নন-ফুড আইটেমে স্ফীতির হ্রাসে আরও সময় লাগবে। বাজেট ঘাটতি ব্যাপক নয়, এবং সিস্টেমে পরিবর্তনের মাধ্যমে রেভিনিউ সংগ্রহ বাড়ানো সম্ভব হবে।



