Logo
Logo
×

অর্থনীতি

রিজার্ভ ছাড়াল ৩১ বিলিয়ন ডলার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ জুন ২০২৫, ০৯:০২ পিএম

রিজার্ভ ছাড়াল ৩১ বিলিয়ন ডলার

ছবি-সংগৃহীত

বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে বড় ধরনের অগ্রগতি হয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশের গ্রস রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩১ দশমিক ৩১ বিলিয়ন মার্কিন ডলারে, যা গত ২৮ মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগে সর্বশেষ ২০২৩ সালের মার্চে রিজার্ভ ৩২ বিলিয়নের নিচে নেমেছিল এবং ওই বছরের ১৫ মার্চ ছিল ৩১ দশমিক ২৯ বিলিয়ন ডলার।

এছাড়া আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (IMF) গৃহীত হিসাব পদ্ধতি বিপিএম৬ অনুযায়ীও রিজার্ভে রেকর্ড করা হয়েছে উল্লেখযোগ্য অগ্রগতি। বর্তমানে এই হিসাবে রিজার্ভ ২৬ দশমিক ৩৩ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে, যা ২০২৩ সালের জুন থেকে শুরু করে এই পদ্ধতিতে হিসাব প্রকাশের পর সর্বোচ্চ।

২০২৩ সালের জুন মাসে গ্রস রিজার্ভ ছিল ৩১ দশমিক ২০ বিলিয়ন ডলার এবং বিপিএম৬ অনুযায়ী হিসেব করা রিজার্ভ ছিল ২৪ দশমিক ৭৫ বিলিয়ন ডলার। উল্লেখযোগ্য যে, ২০২১ সালের আগস্টে প্রথমবারের মতো বাংলাদেশের রিজার্ভ ৪৮ বিলিয়ন ডলারের মাইলফলক অতিক্রম করেছিল। তবে পরবর্তীতে ধারাবাহিকভাবে রিজার্ভ কমে আওয়ামী লীগ সরকারের পতনের ঠিক আগে ২০২৪ সালের জুলাইয়ে তা কমে আসে ২০ দশমিক ৪৮ বিলিয়ন ডলারে।

বর্তমানে দেশটির রিজার্ভ ঘুরে দাঁড়াতে শুরু করেছে, যা অর্থনীতির জন্য একটি ইতিবাচক বার্তা হিসেবে দেখা হচ্ছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন