
প্রিন্ট: ২৬ জুলাই ২০২৫, ০১:১৭ পিএম
রূপগঞ্জে কাঞ্চন পৌরসভার বাজেট ঘোষণা

রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিবেদক :
প্রকাশ: ২৬ জুন ২০২৫, ০৫:১৫ পিএম

ছবি-যুগের চিন্তা
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত ২২ কোটি ১৫ লাখ ৫৮ হাজার ৯৫ টাকা বাজেট ঘোষণা করা হয়েছে। এতে ব্যয় ধরা হয়েছে ২১ কোটি ৬৩ লাখ ৯১ হাজার ৪৫১ টাকা। উদ্বৃত্ত ধরা হয়েছে ৫১ লাখ ৬৬ হাজার ৬৪৪ টাকা।
বৃহস্পতিবার বিকালে কাঞ্চন পৌরসভা প্রাঙ্গনে অনুষ্ঠিত বাজেট অনুষ্ঠানে অত্র পৌরসভার দায়িত্বপ্রাপ্ত প্রশাসক উপজেলা সহকারী কমিশনার( ভূমি) তারিকুল ইসলাম এ বাজেট ঘোষণা করেন।
বাজেট অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মনিরুজ্জামান, পৌর প্রকৌশলী আনোয়ার হোসেন, আমিরুল ইসলাম ইমন, সানাউল্লাহ সানি, হামিদুর রহমান, কহিনুর রহমানসহ পৌরসভা কর্মকর্তা, কর্মচারী, সাবেক কাউন্সিলরসহ স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ।