BETA VERSION সোমবার, ২৮ জুলাই ২০২৫
Logo
ইউনিকোড কনভার্টার
Logo
  • হোম
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • চাকরি
  • মিডিয়া

সব বিভাগ ভিডিও আর্কাইভ ইউনিকোড কনভার্টার
Logo

প্রিন্ট: ২৮ জুলাই ২০২৫, ০৫:৫০ পিএম

Swapno

অর্থনীতি

নিউমুরিং কনটেইনার টার্মিনাল চালাতে মাসে ৭ কোটি টাকা চায় বন্দর

Icon

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ২৩ জুন ২০২৫, ১০:২৪ এএম

নিউমুরিং কনটেইনার টার্মিনাল চালাতে মাসে ৭ কোটি টাকা চায় বন্দর

ফাইল ছবি

বহু আলোচনা-সমালোচনার পর বেসরকারি অপারেটর সাইফ পাওয়ার টেককে বাদ দিয়ে অবশেষে নিজস্ব ব্যবস্থাপনায় নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনা করতে চায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এ লক্ষ্যে আগামী ৬ মাস এনসিটি অপারেশনের জন্য ৪২ কোটি টাকা ব্যয় অনুমোদন চেয়ে মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে বন্দর কর্তৃপক্ষ।

গত ১৯ জুন এনসিটি চট্টগ্রাম বন্দর পরিচালনার বিষয়ে অর্থনৈতিক সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদনের জন্য নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর চিঠি দেন বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান।

বন্দর সূত্রে জানা গেছে, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের এনসিটি টার্মিনালটি বর্তমানে প্রাইভেট অপারেটরের মাধ্যমে পরিচালিত হচ্ছে। আগামী ৬ জুলাই অপারেটরের কার্যাদেশের মেয়াদ শেষ হবে। উক্ত মেয়াদের পরে এনসিটি পরিচালনার বিষয়ে গত ১৮ জুন নৌপরিবহন মন্ত্রণালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। মন্ত্রণালয়ের ওই সভার আলোচনার পরিপ্রেক্ষিতে এনসিটি বন্দরের নিজস্ব ব্যবস্থাপনায় অপারেশনের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়।
সিনিয়র সচিবকে দেওয়া ওই চিঠিতে উল্লেখ করা হয়, টার্মিনালটি আপাতত ৬ মাস অপারেশনের বিষয়ে মন্ত্রণালয়ের ওই সভায় বিস্তারিত তথ্যাদি উপস্থাপন করা হয়। মন্ত্রণালয়ের সভার তথ্য অনুযায়ী এনসিটি টার্মিনালে বর্তমানে স্থিত কী-গ্যান্ট্রি ক্রেন (কিউজিসি), রাবার টায়ারড গ্যান্ট্রি (আরটিজি) ক্রেনসহ অন্যান্য ইক্যুইপমেন্ট পরিচালনা এবং আইটি ব্যবস্থাপনাসহ টার্মিনালটি পরিচালনায় মাসিক ৭ কোটি টাকা হারে ৬ মাসে আনুমানিক ৪২ কোটি টাকা ব্যয় হবে।

চিঠিতে উল্লেখ করা হয়, যেহেতু এনসিটির অপারেটরের মেয়াদ আগামী ৬ জুলাই শেষ হচ্ছে, এতে বন্দরের আমদানি-রপ্তানি প্রক্রিয়া স্বাভাবিক রাখার জন্য টার্মিনালটির অপারেশন সচল রাখা অত্যাবশ্যক। উন্মুক্ত দরপত্র আহ্বানের মাধ্যমে টার্মিনাল অপারেটর নিয়োগ করা সময়সাপেক্ষ, সেহেতু সরকার পাবলিক প্রকিউরমেন্ট আইন-২০০৬-এর ৬৮ ধারা অনুসারে রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে জনস্বার্থে ৫ কোটি টাকার ঊর্ধ্বের ক্রয়ের ক্ষেত্রে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সুপারিশক্রমে সরাসরি ক্রয় পদ্ধতি (ডিপিএম) প্রয়োগ করে ক্রয়কার্য সম্পন্ন করতে পদক্ষেপ নেওয়া দরকার।

চট্টগ্রাম বন্দরের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার দায়িত্বে থাকা বিতর্কিত অপারেটর সাইফ পাওয়ারটেককে সরিয়ে দেওয়া হচ্ছে। আগামী ৬ জুলাই প্রতিষ্ঠানটির সঙ্গে বন্দরের চুক্তির মেয়াদ শেষ হবে। প্রতিষ্ঠানটির সঙ্গে আর চুক্তি নবায়ন করবে না বন্দর কর্তৃপক্ষ। সরকারের উচ্চপর্যায়ের নির্দেশনায় আপাতত নিজেদের তত্ত্বাবধানে এই টার্মিনাল অপারেট করার সিদ্ধান্ত নিয়েছে বন্দর কর্তৃপক্ষ।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের মুখপাত্র ও চিফ পারসোনেল অফিসার মো. নাসির উদ্দিন বলেন, ‘এনসিটি পরিচালনায় বর্তমান অপারেটরের মেয়াদ ৬ জুলাই শেষ হবে। এরপর এনসিটির অপারেশন সচল রাখার করণীয় নির্ধারণ করতে গত ১৮ জুন মন্ত্রণালয়ে মিটিং হয়েছে। ওই মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী, এনসিটি নিজস্ব ব্যবস্থাপনায় অপারেশন করার বিষয়ে আলোচনা হয়।’

তিনি বলেন, ‘আপাতত এনসিটি আগামী ৬ মাস বন্দর অপারেশন করবে। এজন্য ৪২ কোটি টাকা ব্যয় অনুমোদন চাওয়া হয়েছে। এই সময়ের মধ্যে ওপেন টেন্ডারের মাধ্যমে আন্তর্জাতিক অপারেটর নিয়োগের পদক্ষেপ নেওয়া হবে।’

নিউমুরিং টার্মিনাল চালাতে চায় বন্দর

এ সম্পর্কিত আরো খবর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সব খবর

সব খবর

আরো পড়ুন

Logo

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: jugerchinta24@gmail.com

আমাদের কথা যোগাযোগ শর্তাবলি ও নীতিমালা গোপনীয়তা নীতি বিজ্ঞাপন মূল্য তালিকা

অনুসরণ করুন

২০২৫ যুগের চিন্তা ২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

ঠিকানা: ২১/বি (৫ম তলা), গার্ডেন রোড, পশ্চিম তেজতুরীবাজার, তেজগাঁও, ঢাকা-১২১৫ | যোগাযোগ: +৮৮০১৩৩৯৪০৯৮৩৯, +৮৮০১৩৩৯৪০৯৮৪০ | ই-মেইল: jugerchinta24@gmail.com