
প্রিন্ট: ২৯ জুলাই ২০২৫, ০৭:৪১ পিএম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১ হাজার ৩৫ কোটি টাকার বাজেট অনুমোদন

অনলাইন ডেস্ক :
প্রকাশ: ১৭ জুন ২০২৫, ০৯:৫৬ পিএম
-685190297e939.jpg)
ছবি-সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ অর্থবছরে ১ হাজার ৩৫ কোটি ৪৫ লাখ টাকার বাজেট অনুমোদন দেওয়া হয়েছে। বাজেটের ৮৮৩ কোটি ৪ লাখ টাকা দেবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। আর বিশ্ববিদ্যালয়ের নিজস্ব খাত থেকে আসবে ৯০ কোটি টাকা।
আজ মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ এম জাহাঙ্গীর আলম চৌধুরী। এর আগে গতকাল সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের নিয়মিত সভায় বাজেটের অনুমোদন দেওয়া হয়।
কোষাধ্যক্ষ বলেন, ইউজিসির কাছে বিশ্ববিদ্যালয়ের চাহিদা ছিল ১ হাজার ২৫১ কোটি ৬০ লাখ ২৫ হাজার টাকা। ইউজিসি থেকে বরাদ্দ পাওয়া গেছে ৮৮৩ কোটি ৪ লাখ টাকা। বারবার চাহিদার চেয়ে কম টাকা বরাদ্দ দেওয়ায় বিশ্ববিদ্যালয়ের গবেষণা খাতে বিনিয়োগ কমে আসছে।
এ বিষয়ে অধ্যাপক জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, বাজেট প্রণয়নে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা নেই। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ বরাদ্দ দেওয়া হয়। এর বাইরে যাওয়া যায় না।
কোষাধ্যক্ষ বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে গবেষণা খাতের কথা বলা হয়েছে। বিষয়টি তিনি প্রস্তাব আকারে দেওয়ার কথা জানিয়েছিলেন। যত দিন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের আর্থিক স্বাধীনতা না আসবে, সরকারের ওপর নির্ভরশীল থাকবে, তত দিন পর্যন্ত মান বাড়ার সুযোগ থাকবে না।
জুন মাসের মধ্যে বিশ্ববিদ্যালয়ের বার্ষিক সিনেট অধিবেশন আয়োজনের কথা থাকলেও এবার তা হচ্ছে না।