
প্রিন্ট: ২৮ জুলাই ২০২৫, ০৫:৪০ এএম
ইরান-ইসরাইল যুদ্ধ পর্যবেক্ষণ করছি, এখনই জ্বালানির দাম বৃদ্ধি নয়: অর্থ উপদেষ্টা

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৭ জুন ২০২৫, ০৪:৫১ পিএম

ছবি- সংগৃহীত
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, ইরান-ইসরাইল চলমান যুদ্ধ পরিস্থিতি নজরদারিতে রাখা হচ্ছে, তবে এখনই জ্বালানির দামে কোনো পরিবর্তনের পরিকল্পনা নেই।
সরকারি ক্রয় ও অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে তিনি বলেন, “আন্তর্জাতিক বাজারে কিছুটা দরবৃদ্ধি হলেও আমাদের আগেই অর্ডার করা চালানে তেমন কোনো প্রভাব পড়েনি। যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কিছুটা চাপ সৃষ্টি হতে পারে, তবে সরকার প্রস্তুত রয়েছে।”
হরমুজ প্রণালী ঘিরে তেল সরবরাহে সম্ভাব্য বিঘ্ন নিয়ে ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, সরকার সচেতন এবং বিকল্প ব্যবস্থার বিষয়ে কাজ করছে জ্বালানি মন্ত্রণালয়। আজকের বৈঠকে এলএনজি আমদানির যে অনুমোদন দেওয়া হয়েছে, তা পুরোনো দরেই কার্যকর হয়েছে।
বাণিজ্যের ওপর তাৎক্ষণিক কোনো নেতিবাচক প্রভাব নেই বলেও তিনি আশ্বস্ত করেন। তার ভাষায়, “আমরা সৌভাগ্যক্রমে এখনো আগের দামে জ্বালানি পাচ্ছি।”
বিশ্বজুড়ে অনেক দেশে জ্বালানির দাম বৃদ্ধির বিষয়ে আরেক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, আমরা এখনই বিষয়টি নিয়ে ভাবছি না। আমরা আরও অপেক্ষা করব।