
প্রিন্ট: ২৮ জুলাই ২০২৫, ০৬:১৮ পিএম
ডিএসইতে আবারও বড় দরপতন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৭ জুন ২০২৫, ০৪:২২ পিএম

বড় উত্থানের পর দেশের শেয়ারবাজারে আবার বড় দরপতন হয়েছে। মঙ্গলবার (১৭ জুন) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমেছে। এতে ডিএসইতে কমেছে সব কটি মূল্যসূচক। একই সঙ্গে কমেছে লেনদেনের গতি। তবে ডিএসইতে সূচকের সঙ্গে লেনদেনের পরিমাণ বেড়েছে।
এর আগে ঈদের পর প্রথম কার্যদিবস রোববার শেয়ারবাজারে মূল্যসূচকের মিশ্র প্রবণতা দেখা যায়। তবে দ্বিতীয় কার্যদিবস সোমবার (১৬ জুন) বড় উত্থান হয়। একই সঙ্গে বাড়ে লেনদেনের গতি। ডিএসইতে ২৩ কার্যদিবস পর ৪০০ কোটি টাকার বেশি লেনদেনের দেখা মিলে।
মঙ্গলবার শেয়ারবাজারে লেনদেন শুরু হয় বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার মাধ্যমে। ফলে লেনদেনের শুরুর দিকে ডিএসইতে সবকটি মূল্যসূচক বাড়ে। কিন্তু দুপুর ১২টার থেকে বাজারে চিত্র বদলে যায়। দাম বাড়ার তালিকা থেকে অধিকাংশ প্রতিষ্ঠান দাম কমার তালিকায় চলে আসে। লেনদেনের শেষ পর্যন্ত এ ধারা অব্যাহত থাকে।
ফলে দিনের লেনদেন শেষে ডিএসইতে দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে মাত্র ৬৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। বিপরীতে দাম কমেছে ২৭৬টির। আর ৫৪টির দাম অপরিবর্তিত রয়েছে। এতে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৪৩ পয়েন্ট কমে চার হাজার ৭৩৯ পয়েন্টে দাঁড়িয়েছে।