Logo
Logo
×

সারাদেশ

কক্সবাজারে জেইউসি'র দুই কমিটি

Icon

কক্সবাজার প্রতিবেদক :

প্রকাশ: ১৪ জুন ২০২৫, ০৫:২৫ পিএম

কক্সবাজারে  জেইউসি'র দুই কমিটি

ছবি-যুগের চিন্তা

কক্সবাজারে একদিন ব্যবধানে সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার-জেইউসি'র (রেজি চট্টো ২৫৭৫) দুইটি কমিটি ঘোষণা করা হয়েছে। পৃথক দুইটি নিবার্চন কমিশনের মাধ্যমে ভোটের মাধ্যমে এই কমিটি ঘোষণা করা হয় বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এর মধ্যে রবিবার বিকালে একটি কমিটি ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান এস এম আমিনুল হক চৌধুরী। যে কমিটির সভাপতি দৈনিক দিনকাল এর স্টাফ রিপোর্টার নুরুল ইসলাম হেলালী, সহ-সভাপতি দৈনিক  কালবেলার জেলা প্রতিনিধি এম আর মাহবুব, সাধারণ সম্পাদক স্থানীয় দৈনিক রুপোলী সৈকত পত্রিকার বার্তা সম্পাদক এস এম জাফর, যুগ্ন-সম্পাদক দৈনিক বণিক বার্তার জেলা প্রতিনিধি ছৈয়দ আলম, কোষাধ্যক্ষ এন টিভির জেলা প্রতিনিধি ইকরাম চৌধুরী টিপু, সাংগঠনিক সম্পাদক দৈনিক আজাদীর জেলা প্রতিনিধি শাহেদ মিজান, প্রচার ও প্রকাশনা সম্পাদক দৈনিক কক্সবাজারের স্টাফ রিপোর্টার বেদারুল আলম, সদস্য দৈনিক ইনকিলাবের কক্সবাজার ব্যুরো প্রদান শামসুল হক শারেক ও দৈনিক সংবাদ এর স্টাফ রিপোর্টার এম, জসিম উদ্দিন ছিদ্দিকী সদস্য নির্বাচিত হয়েছেন।


শনিবার রাতে আরেকটি কমিটি ঘোষণা করেন পরিচালনা কমিটির চেয়ারম্যান মুহম্মদ নুরুল ইসলাম। ওই কমিটির সভাপতি দৈনিক ভোরের ডাকের জেলা প্রতিনিধি মোহাম্মদ হাসিম, দৈনিক হিমছড়ির স্টাফ রিপোর্টার সহ-সভাপতি হুমায়ুন সিকদার, সাধারণ সম্পাদক আমার দেশের প্রতিনিধি আনছার হোসেন, যুগ্ম-সম্পাদক দেশটিভির প্রতিনিধি আব্দুর রহমান, কোষাধ্যক্ষ ডেইলি মর্নিং অবজারভার নুরুল হক চকোরী, সাংগঠনিক সম্পাদক দৈনি নিরপেক্ষের প্রতিনিধি মোহাম্মদউর রহমান মাসুদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক বাংলাদেশ বেতারের প্রতিনিধি আজাদ মনসুর, বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি সদস্য হাসানুর রশীদ ও সিবি টুয়েনটিফোর টিভির প্রধান মহিউদ্দিন মাহী। 

এস এম আমিনুল হক চৌধুরীর পক্ষে প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তাকে প্রধান করে ৩ সদস্যের নির্বা্চন কমিশনের সদস্য হলেন মাহবুবর রহমান ও এএইচ সেলিম উল্লাহ। ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার-জেইউসি'র দ্বি-বার্ষিক নির্বাচন রবিবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত কক্সবাজার প্রেসক্লাবের হল রুমে একটানা ভোট গ্রহণের মধ্যে সম্পন্ন হয়েছে। এতে ৫৩ ভোটোরের মধ্যে ২৯ ভোট প্রদান করা হয়। এই ফলাফলের ভিত্তিতে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে।

মুহম্মদ নুরুল ইসলামের পক্ষে প্রেরিত প্রেসবিজ্ঞপ্তির তথ্য মতে, শনিবার নির্ধারিত দিনে নির্বাচনে কোনো পদেই একাধিক প্রার্থী না থাকায় একক প্রার্থী হিসেবে ৯ জনকে বিনাপ্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত ঘোষণা করা হয়েছে। ওই সময় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য রুহুল কাদের বাবুল ও ইসলাম মাহমুদ উপস্থিত ছিলেন। 

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন