Logo
Logo
×

সারাদেশ

নগরীরচর রক্তিম বন্ধন সংগঠনের ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

Icon

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক :

প্রকাশ: ১৪ জুন ২০২৫, ০২:২৪ পিএম

নগরীরচর রক্তিম বন্ধন সংগঠনের ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার আইয়ুবপুর ইউনিয়নের নগরীরচর গ্রামে "সুস্থ দেহ সুন্দর মন দিতে পারে ক্রিড়াজ্ঞন, খেলাধুলা করি মাদক মুক্ত সমাজ গড়ি।" এই স্লোগান কে সামনে রেখে নগরীরচর রক্তিম বন্ধন সংগঠনের উদ্যোগে ডে-নাইট ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। এই টুর্নামেন্টে মোট ৬ টি দল অংশগ্রহণ করে। 

খেলায় সাকিব মিয়া সিকদার সভাপতি ও সাধারণ সম্পাদক মো. সজল মিয়ার নেত্রীত্বে সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচ শুক্রবার রাতে নগরীরচর ঈদগাঁ মাঠে রাত ১০ টায় অনুষ্ঠিত হয়। ফাইনালে রানার আপ হয় ঠান্ডার স্কয়ার্ড আর চ্যাম্পিয়ন হয় এলিভেন ওরিয়রস। টুর্নামেন্টে প্রথম প্রাইজ ১টি ৩২" স্মার্ট টেলিভিশন ও ২য় প্রাইজ ১টি ২৪" স্মার্ট টেলিভিশন। 

খেলায় প্রধান অতিথি হিসাবে ছিলেন চ্যানেল ২৪ ও সমকালের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও মেজর জেনারেল (অব:) মো. শাহাবউদ্দিন সিকদার। বিশেষ অতিথি মোহাম্মদ হোসেন খেলু, আব্দুল হামিদ হামদু এবং সজল সিকদারসহ আরো উপস্থিত ছিলেন নগরীরচর রক্তিম বন্ধন সংগঠনের সকল সদস্য ও এলাকাবাসী।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন