
প্রিন্ট: ০১ আগস্ট ২০২৫, ০৪:৫০ এএম
দিনাজপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত ৫

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৪ জুন ২০২৫, ১০:৩৮ এএম

দিনাজপুরের ঘোড়াঘাটে সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন।
শনিবার ভোর ৪টার দিকে ঘোড়াঘাট পৌরসভার নূরজাহানপুর এলাকায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন ঘোড়াঘাট থানার থানার ওসি নাজমুল হক।
তবে দুর্ঘটনায় নিহত-আহতদের পরিচয় তাৎক্ষণিক জানাতে পারেনি পুলিশ।
ওসি বলেন, দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের নূরজাহানপুর এলাকায় আম বোঝায় একটি ট্রাক বিকল হয়ে সড়কে দাঁড়িয়েছিল।
এসময় পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী নাবিল পরিবহনের একটি বাস পেছন থেকে ট্রাকটিকে ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলেই তিনজন এবং হাসপাতালে নিয়ে যাওয়ার পরে আরও দুজন মারা যায়। আহত হয় ১৫ জন। খবর পেয়ে সেনাবাহিনী পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা নিহত এবং আহতদের উদ্ধার করে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।