BETA VERSION শুক্রবার, ০১ আগস্ট ২০২৫
Logo
ইউনিকোড কনভার্টার
Logo
  • হোম
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • চাকরি
  • মিডিয়া

সব বিভাগ ভিডিও আর্কাইভ ইউনিকোড কনভার্টার
Logo

প্রিন্ট: ০১ আগস্ট ২০২৫, ০৪:৫০ এএম

Swapno

সারাদেশ

কক্সবাজার সমুদ্র সৈকত :‘গুপ্তখালে’বাড়ছে মৃত্যু

Icon

নুপা আলম, কক্সবাজার :

প্রকাশ: ১৩ জুন ২০২৫, ১০:৫১ পিএম

কক্সবাজার সমুদ্র সৈকত :‘গুপ্তখালে’বাড়ছে মৃত্যু

ছবি-যুগের চিন্তা

বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের শহর কক্সবাজার ভ্রমণে আসেন প্রতিদিন হাজারো পর্যটক। সাপ্তাহিকের পাশাপাশি টানা ছুটির বিশেষ দিনগুলোতে সমাগম ঘটে লাখো পর্যটকের। কিন্তু তাদের আনন্দ উদযাপনের মাত্রা মাঝে মধ্যে রূপ নেয় শোকযাত্রায়। এবার ঈদের টানা ছুটির দিনে ২৪ ঘন্টায় সাগরজলে গোসলে নেমে বাবা-ছেলেসহ ৬ জনের মৃত্যর ঘটনা ঘটেছে। এ নিয়ে গত ১০ বছরে সৈকতে গোসলে নেমে ৬০ জনের মৃত্যু হয়েছে, এই সময়ে উদ্ধার ৭৮২ জন।

সৈকতের স্নানরত পর্যটকের নিরাপত্তায় নিয়েজিত লাইফ গার্ড কর্মীরা জানিয়েছেন, বালির সৈকতে স্রোতের টানে এবং বর্ষার ঢলে অসংখ্য গুপ্তখাল সৃষ্টি হয়। আবার এসব গুপ্তখাল সময়ের পর পর পরিবর্তন হচ্ছে। ফলে গুপ্তখালের কারণে ক্রমাগত বাড়ছে মৃত্যুর ঝাঁকি। এর মধ্যে ১২০ কিলোমিটার সমুদ্র সৈকতে মাত্র ৩ কিলোমিটার এলাকায় দায়িত্ব পালন করে লাইফ গার্ড কর্মী। অপর ১১৭ কিলোমিটার নেই কোন প্রকার নজরধারি। এই ৩ কিলোমিটার এলাকায় ২৭ জন লাইফ গার্ড কর্মীও পর্যাপ্ত না বলে মনে করেন তারা। একই সঙ্গে লাইফ গার্ড কর্মীরদের পর্যাপ্ত উদ্ধার সরঞ্জামও নেই। এর মধ্যে সৈকতে গোসলে নামা পর্যটকরা নিদের্শনা না মানায় মৃত্যুর ঝুঁকি বাড়ছে ক্রমাগত।

দীর্ঘতম সমুদ্র সৈকত ভ্রমণে আসা পর্যটকদের গোসলের নিরাপত্তায় বেসরকারি একটি সংস্থার অধিনে সৈকতে নিয়োজিত রয়েছে সী সেইফ লাইফ গার্ড সংস্থা নামের একটি প্রতিষ্ঠান। গত কয়েক দশক ধরে দায়িত্বে থাকা প্রতিষ্ঠানটির টিম ম্যানেজার ইমতিয়াজ আহমেদ বলেন, জুন থেকে আগস্ট মাস পর্যন্ত বর্ষা মৌসুম হওয়ায় বছরের এই সময়টাতে সাগর উত্তাল ও ভয়ংকর রূপ ধারণ করে। এতে প্রতিটি জোয়ার-ভাটায় সাগরের তলদেশ একেক সময় একেক রূপ ধারণ করে কোথাও গুপ্তখালের; কোথাওবা প্রবল স্রোতের টানের সৃষ্টি হয়। বালি সৈকত হওয়ায় এসব গুপ্তখাল সমুহ এক সময় এক-এক স্থানে পরিবর্তন হচ্ছে। গুপ্তখাল চিহ্নিত করা খুব কষ্ঠের। ফলে প্রতিবছর বর্ষা মৌসুমে সাগরে গোসলে নেমে মৃত্যুর ঘটনাও বাড়ে।


তিনি বলেন, আগত পর্যটকরা সৈকতের স্নানের নিদের্শনা মানেন না। অনেক পর্যটক সাঁতার না জেনেও অনেক দূরে চলে যায়। মুলত যেখানে লাল পতাকা রয়েছে ওখানে গোসল করা যাবে না। 

তিনি বলেন, সৈকতের কলাতলী, সুগন্ধা ও লাবণী পয়েন্ট এই ৩ কিলোমিটার এলাকায় লাইফ গার্ড কর্মীদের নজরধারি রয়েছে। অপর এলাকায় কোন লাইফ গার্ড কর্মী থাকে না।  মাত্র ২৭ জন কর্মী দ্বারা এই ৩ কিলোমিটার এলাকা শতভাগ নিরাপত্তা সম্ভব হচ্ছে না। এই এলাকা ১ শত জন লাইফ গার্ড কর্মী এবং ১০ টি পয়েন্টে তাদের অবস্থান থাকা অত্যন্ত জরুরি।

একই সঙ্গে উদ্ধার সরঞ্জামের সংকট রয়েছে জানিয়ে তিনি বলেন, উদ্ধারের জন্য আধুনিক সরঞ্জামের জরুরি। বিশেষ করে দ্রুতগামি আধুনিক জেটস্কি খুবিই প্রয়োজন রয়েছে। সৈকতের জন্য আইসিইউ এম্বুলেন্স, সৈকতের পাড়ে একটি স্বাস্থ্য কেন্দ্র থাকা দরকার। 

এক বছরে সাগরে গোসলে নেমে মৃত্যু হয়েছে ৮ জন পর্যটকের এবং উদ্ধার করা হয়েছে ৭৮ জন। গত এক দশকে ৬০ জনের মৃত্যু এবং ৭৮২ জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছে জানিয়ে ইমতিয়াজ আহমেদ বলেন, কক্সবাজার সৈকতে পরীক্ষামুলক সী নেটিং ব্যবস্থা চালু করে দেখা যেতে পারে। বর্ষা কালে কার্যকর না হলেও অন্যান্য সময় তা নিরাপত্তায় সহযোগি হতে পারে।

কক্সবাজার সমুদ্র সৈকতে দায়িত্বপালনকারি সী সেফ লাইফ সংস্থার সিনিয়র লাইফ গার্ড কর্মী মোহাম্মদ শুক্কুর বলেন, সৈকতে ৩ স্তরের দায়িত্ব পালন করছে লাইফ গার্ড কর্মীরা। লাইফ গার্ড কমীরা টাওয়ার থেকে পর্যবেক্ষক, বালিয়াড়িতে টহল ও বোট নিয়ে পানিতে অবস্থান করছে। কিন্তু পর্যটকদের সচেতন হতে হবে বেশি। তাদেরকে লাইফ গার্ড কর্মীদের নির্দেশনা মানতে হবে, তা না হলে দূর্ঘটনা ঘটতে পারে। তারপরও লাইফ গার্ড কর্মীরা সজাগ রয়েছে।

তিনি বলেন, মুলত যে সব পয়েন্টে লাইফ গার্ডকর্মী থাকে না ওখানেই দূর্ঘটনা বেশি হচ্ছে। কেননা সৈকতের গুপ্তখাল সমুহ চিহ্নিত করতে কষ্ঠ হয়। এক-এক সময় এক এক স্থানে পরিবর্তন হয় গুপ্তখাল। বর্ষার ঢলে সৃষ্ট হচ্ছে গর্তও। ফলে বাড়ছে স্নানের ঝুঁকি।

কক্সবাজার আবাসিক হোটেল ও রেঁস্তোরা ব্যবসায়ি সমিতির নেতা আবদুর রহমান জানান, কক্সবাজার সমুদ্র সৈকতকে ঘিরেই পর্যটনের নামে গড়ে উঠেছে হাজারো কোটি টাকা বিনিয়োগে নানা ব্যবসা প্রতিষ্ঠান। কিন্তু প্রতিবছর সাগরের গোসলে নেমে মৃত্যুর মিছিল দীর্ঘ হলেও তা বন্ধে কার্যকর কোন পদক্ষেপ নেই সংশ্লিষ্টদের। এখানে সী নেটিং ব্যবস্থা, উদ্ধারের ব্যবস্থা এবং উদ্ধার কর্মির সংখ্যা বাড়িয়ে নিরাপদ ব্যবস্থা গ্রহণে সমন্বিত উদ্যোগ জরুরি বলে জানান তিনি।

কক্সবাজার জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট (এডিএম) শহীদুল আলম জানান, ভ্রমন পিপাসু মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে লাইফ গার্ড ও বিচ কর্মির সংখ্যা বৃদ্ধির পাশাপাশি জনসচেতনতা সৃষ্টিতে পরিকল্পনা নিয়ে কাজ চলছে। 

সমুদ্র সৈকত কক্সবাজার পর্যটক মৃত্যু

এ সম্পর্কিত আরো খবর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সব খবর

সব খবর

আরো পড়ুন

Logo

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: jugerchinta24@gmail.com

আমাদের কথা যোগাযোগ শর্তাবলি ও নীতিমালা গোপনীয়তা নীতি বিজ্ঞাপন মূল্য তালিকা

অনুসরণ করুন

২০২৫ যুগের চিন্তা ২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

ঠিকানা: ২১/বি (৫ম তলা), গার্ডেন রোড, পশ্চিম তেজতুরীবাজার, তেজগাঁও, ঢাকা-১২১৫ | যোগাযোগ: +৮৮০১৩৩৯৪০৯৮৩৯, +৮৮০১৩৩৯৪০৯৮৪০ | ই-মেইল: jugerchinta24@gmail.com