
প্রিন্ট: ০১ আগস্ট ২০২৫, ০৩:২৬ এএম
সীমান্তে ফের ১৩ জনকে পুশইন করল বিএসএফ

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৩ জুন ২০২৫, ০৮:০৫ পিএম

ছবি-সংগৃহীত
মৌলভীবাজারের বড়লেখা সীমান্তে প্রায় ২০ দিন পুশইন বন্ধ রাখলেও শুক্রবার ভোরে আরও ১৩ জনকে বাংলাদেশ অভ্যন্তরে ঠেলে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
স্থানীয়দের সহযোগীতায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নিউ পাল্লাথল বিওপির টহল বাহিনী বিএসএফের পুশইন করা ১৩ জনকে আটক করেছে। এদের মধ্যে ৪ জন পুরুষ, ৩ জন মহিলা ও ৬ শিশু রয়েছে। স্থানীয়দের ধারণা এরা রোহিঙ্গা মুসলমান।
এর আগে ২৪ মে রাতে ১২১ জনকে বড়লেখার পাল্লাথল সীমান্ত দিয়ে পুশইন করেছিল বিএসএফ। এদের আটক করে পরিচয় শনাক্তের পর থানায় সোপর্দ করে বিজিবি। পরে থানা পুলিশ স্বজনদের জিম্মায় আটকদের ছেড়ে দেয়।
বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল আরিফ জানান, বিজিবির চোখ ফাঁকি দিয়ে ঝুঁকিপূর্ণ সীমান্ত দিয়ে অবৈধ বাংলাদেশিদের পুশইন করছে বিএসএফ। শুক্রবার ভোরে নিউ পাল্লাথল বিওপির টহল দল সীমান্ত এলাকা থেকে ১৩ জনকে আটক করেছে। এদের নাম ঠিকানা শনাক্তের কাজ চলছে। পরিচয় নিশ্চিত হওয়ার পর থানায় সোপর্দ করা হবে।