Logo
Logo
×

সারাদেশ

২৪ ঘন্টা পর অপহৃত রোহিঙ্গা শিশু উদ্ধার

Icon

কক্সবাজার প্রতিবেদক

প্রকাশ: ১২ জুন ২০২৫, ০৫:৩৮ পিএম

২৪ ঘন্টা পর অপহৃত রোহিঙ্গা শিশু উদ্ধার

ছবি : অপহৃত রোহিঙ্গা শিশু উদ্ধার

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অপহৃত এক শিশু কন্যাকে ২৪ ঘন্টা পর উদ্ধার করেছে এপিবিএন সদস্যরা। 

বুধবার সকাল ৯ টার দিকে কুতুপালংস্থ ১ নম্বর রোহিঙ্গা ক্যাম্প থেকে অপহৃত হয় এই শিশু। যাকে বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে একই ক্যাম্প থেকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন ১৪ এপিবিএনর অধিনায়ক এডিআইজি মোহাম্মদ সিরাজ আমীন।

অপহৃত শিশু নুর শেহেরা (৪) লাম্বাশিয়া ১ নম্বর ক্যাম্পের মাহমুদুল হাসানের কন্যা।

মোহাম্মদ সিরাজ আমীন জানিয়েছেন, পাশে অবস্থিত তার দাদার বাড়িতে বেড়াতে যাওয়ার পথে অজ্ঞাত অপহরণকারী চক্র সদস্যরা এই শিশুকে অপহরণ করে। এরপর একটি ফোন নম্বর থেকে পরিবারের সাথে যোগাযোগ করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে এবং প্রশাসনের সহায়তা নিলে প্রাণনাশের হুমকি প্রদান করে।বিষয়টি জানার পর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিভিন্ন স্থানে তাৎক্ষণিক অভিযান পরিচালনা করা হয়। অভিযানের ফলে অপহরণকারী চক্রটি ভীত হয়ে শিশুটিকে কুতুপালং ক্যাম্প এলাকায় ফেলে পালিয়ে যায়।

এব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন তিনি।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন