Logo
Logo
×

সারাদেশ

বগুড়ায় ফুলজোড় নদীতে নিখোঁজ গৃহবধূর লাশ উদ্ধার

Icon

বগুড়া অফিস:

প্রকাশ: ১১ জুন ২০২৫, ০৭:৩৪ পিএম

বগুড়ায় ফুলজোড় নদীতে নিখোঁজ গৃহবধূর লাশ উদ্ধার

বগুড়ার শেরপুরে ফুলজোড় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া গৃহবধূর লাশ চব্বিশ ঘন্টা পর উদ্ধার হয়েছে। নিহত ওই গৃহবধূর নাম পলি রানী সাহা (৪৫)। তিনি উপজেলার সীমাবাড়ী ইউনিয়নের সীমাবাড়ী গ্রামের রামচন্দ্র সাহার স্ত্রী।

খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার (১০জুন) দুপুরে ফুলজোড় নদীর সীমাবাড়ী ঘাটে গোসল করতে নেমে হঠাৎ পা ফসকে নদীর পানিতে তলিয়ে যান পলি রানী সাহা। এরপর স্থানীয়রা এসে অনেক খোঁজাখুঁজি করেন। কিন্তু তাঁর কোনো সন্ধান পাননি। একপর্যায়ে বুধবার সকালের নিখোঁজ হওয়া ওই গৃহবধূর লাশ ভেসে উঠলে স্বজনরা লাশটি উদ্ধার করেন। 

জানতে চাইলে শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রবিউল ইসলাম এই তথ্য নিশ্চিত করে জানান, লাশ উদ্ধারের খবর পেয়েই ঘটনাস্থলে পাঠানো হয়। পরে আইনী প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন