
প্রিন্ট: ০৩ জুলাই ২০২৫, ১১:১২ এএম
লিচু কেনা হলো না মা-মেয়ের

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১১ জুন ২০২৫, ১২:২৫ পিএম

ছবি- সংগৃহীত
পাবনার ঈশ্বরদীতে কাভার্ডভ্যানের চাপায় মা-মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (১১ জুন) সকাল সাড়ে ৭টার দিকে ঈশ্বরদী উপজেলার সলিমপুর ইউনিয়নের মুন্নার মোড় এলাকায় একটি তেল পাম্পের পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন নাটোর সদর উপজেলার অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য মফিজুল ইসলামের স্ত্রী সুবর্ণা খাতুন (৩০), তাদের মেয়ে পূর্ণতা এবং ঈশ্বরদীর মিরকামারী মুন্নার মোড় এলাকার মৃত আবেদ আলী মণ্ডলের ছেলে আনিছুর রহমান।
হাইওয়ে থানা পুলিশ জানায়, অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য মফিজুল ইসলাম তার পরিবার নিয়ে শ্বশুরবাড়ি কুষ্টিয়া থেকে নিজ বাড়ি নাটোরে ফিরছিলেন। পথে ঈশ্বরদীর মিরকামারী মুন্নার মোড় এলাকায় লিচু কিনতে রাস্তার পাশে নামেন তারা। এ সময় পেছন থেকে দ্রুতগতির একটি কাভার্ডভ্যান এসে তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সুবর্ণা খাতুন, তার কন্যা পূর্ণতা ও লিচু বিক্রেতা আনিছুর রহমান নিহত হন। দুর্ঘটনায় আহত মফিজুল ইসলামকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।