
প্রিন্ট: ০১ আগস্ট ২০২৫, ০৫:৩৬ এএম
ভোগান্তি ছাড়াই চলাচল ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে

অনলাইন ডেস্ক :
প্রকাশ: ১০ জুন ২০২৫, ০৪:২২ পিএম

ছবি-সংগৃহীত
পরিবারের সঙ্গে ঈদ কাটিয়ে জীবিকার তাগিদে রাজধানীতে ফিরতে শুরু করেছে মানুষ। অনেকে সড়কের ভোগান্তি এড়াতে সরকারি ছুটি শেষ হওয়ার আগেই ফিরছেন লোকজন।
এতে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানবাহনের সংখ্যা বেড়েছে। তবে যানজট ও কোনো ধরনের ভোগান্তি দেখা যায়নি। মঙ্গলবার (১০ জুন) মহাসড়কের বিভিন্ন স্থান ঘুরে দেখা যায় এমন চিত্র।
যমুনা সেতু কর্তৃপক্ষ জানায়, রোববার রাত ১২টা থেকে সোমবার রাত ১২টা পর্যন্ত ২৩ হাজার ৮০৩টি যানবাহন পারাপার হয়েছে সেতু দিয়ে। এরমধ্যে উত্তরবঙ্গগামী যানবাহন ছিল ১২ হাজার ৫৯টি। এতে টোল আদায় হয়েছে ৭৫ লাখ ৬৪ হাজার ২৫০ টাকা।
অপরদিকে ঢাকাগামী ১১ হাজার ৭৪৪টি যানবাহন পারাপার হয়েছে। এর বিপরীত টোল আদায় হয়েছে ৭৩ লাখ ৫৬ হাজার ৫০ টাকা।
সরেজমিনে দেখা যায়, গণপরিবহনের পাশাপাশি ব্যক্তিগত গাড়ি নিয়ে রাজধানীর দিকে ছুটছে মানুষ। তবে সড়কের কোথাও যানজটের সৃষ্টি হয়নি। অনেকটাই ফাঁকা মহাসড়ক।
টাঙ্গাইলের পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, ঢাকামুখী যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে পুলিশ সদস্যরা কাজ করছেন। নির্বিঘ্নেই মানুষ ঢাকা যেতে পারছেন।