BETA VERSION শনিবার, ০৫ জুলাই ২০২৫
Logo
ইউনিকোড কনভার্টার
Logo
  • হোম
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • প্রবাস
  • চাকরি

সব বিভাগ ভিডিও আর্কাইভ ইউনিকোড কনভার্টার
Logo

প্রিন্ট: ০৫ জুলাই ২০২৫, ০৪:৪৬ এএম

Swapno

সারাদেশ

কমলনগরে ইউপি অফিসে বিএনপির মিটিং — সমালোচনা

Icon

লক্ষ্মীপুর প্রতিবেদক :

প্রকাশ: ১০ জুন ২০২৫, ০১:০৫ পিএম

কমলনগরে ইউপি অফিসে বিএনপির মিটিং — সমালোচনা

ছবি- যুগের চিন্তা

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর মার্টিন ইউনিয়ন পরিষদ কার্যালয়ে মাইক লাগিয়ে একটি রাজনৈতিক দলের সভা করা হয়েছে। 

সোমবার (৯ জুন) বিকালে মার্টিন ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত এ সভায় উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতারা অংশ নেন ও বক্তব্য রাখেন।

ইউনিয়ন পরিষদের ভিতরে এই সভা নিয়ে শুরু হয়েছে তীব্র সমালোচনা। 

জানা গেছে, উপজেলার সকল ইউনিয়নে বিএনপির ওয়ার্ড কমিটির নির্বাচন চলছে।সম্প্রতি চর মার্টিন ইউনিয়নের সবকয়টি ওয়ার্ডের নির্বাচন সম্পন্ন হয়েছে।

নির্বাচনে ৯টি ওয়ার্ডের নবনির্বাচিত নেতাদের পরিচিতি ও ঈদ পুনর্মিলনী উপলক্ষে এই সভার আয়োজন করে ইউনিয়ন বিএনপি। 

তবে, ইউনিয়ন পরিষদের মতো সরকারি কার্যালয়ে রাজনৈতিক সভা হওয়ায় সাধারণ মানুষ ও ইউপি সদস্যদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

ওই সভায় বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সভাপতি ডা. আলী আহাম্মদ, সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, ওজি উল্লাহ, সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক মেজবাহ উদ্দিন সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

স্থানীয়রা বলছেন, “ইউনিয়ন পরিষদ জনগণের সেবা কেন্দ্র, কোনো রাজনৈতিক দলের অফিস নয়। এ ধরনের কর্মকাণ্ড প্রশাসনিক নিয়ম-নীতি লঙ্ঘন করে।”

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন ইউপি সদস্য বলেন, বিএনপি একটি বড় রাজনৈতিক দল।তাদের মিটিং করার জায়গার এতো অভাব যে পরিষদের ভিতরে মিটিং করতে হবে। অথচ, পরিষদের পাশেই চৌধুরী বাজারে তাদের দলীয় কার্যালয় রয়েছে।

 কেউ কেউ অভিযোগ করেছেন, সরকারি অফিসও এখন তাদের রাজনৈতিক অফিস।

এ বিষয়ে ইউনিয়ন বিএনপির সভাপতি ডা. আলী আহাম্মদ* বলেন, “ইউনিয়ন পরিষদ পাবলিক অফিস, তাই মিটিং করতে সমস্যা কোথায়?” প্রশাসকের অনুমতি নেওয়া হয়নি বলেও জানান তিনি।

চর মার্টিন ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. টিপু সুলতান বলেন, “বিষয়টি জানিনা। আপনার মাধ্যমে জানলাম। রাজনৈতিক সভার আয়োজন ইউনিয়ন পরিষদে করা যায় না। ইউএনও’র সাথে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলেন, “ইউনিয়ন পরিষদ কার্যালয়ে রাজনৈতিক কার্যক্রম অনুমোদনযোগ্য নয়। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

লক্ষ্মীপুর রাজনৈতিক সভা ইউনিয়ন পরিষদ অফিস

এ সম্পর্কিত আরো খবর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সব খবর

সব খবর

আরো পড়ুন

Logo

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: jugerchinta24@gmail.com

আমাদের কথা যোগাযোগ শর্তাবলি ও নীতিমালা গোপনীয়তা নীতি বিজ্ঞাপন মূল্য তালিকা

অনুসরণ করুন

২০২৫ যুগের চিন্তা ২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

ঠিকানা: ২১/বি (৫ম তলা), গার্ডেন রোড, পশ্চিম তেজতুরীবাজার, তেজগাঁও, ঢাকা-১২১৫ | যোগাযোগ: +৮৮০১৩৩৯৪০৯৮৩৯, +৮৮০১৩৩৯৪০৯৮৪০ | ই-মেইল: jugerchinta24@gmail.com