
প্রিন্ট: ০৪ জুলাই ২০২৫, ০১:০৪ পিএম
ভিকারুননিসার ছাত্রী ও তার বাবার পানিতে ডুবে মৃত্যু

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১০ জুন ২০২৫, ১১:২৫ এএম

ছবি-সংগৃহীত
মৌলভীবাজারের জুড়ী উপজেলার বাবুল ব্রিকসের স্বত্বাধিকারী ও জায়ফরনগর ইউনিয়নের হামিদপুর গ্রামের বাবুল আহমেদ বাবু (৬০) ও তার ১৬ বছরের মেয়ে সাঁতার শিখতে গিয়ে পানিতে ডুবে মারা গেছেন।
সোমবার (৯ জুন) বিকেলে নিজ বাড়ির পুকুরের পানিতে ডুবে তাদের মৃত্যু হয়। মেয়ের নাম হালিমা মোহাম্মদ (১৬)। সে ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজ থেকে এবারের এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল।
জানা গেছে, বাবুল আহমেদ বাবু পরিবার নিয়ে ঢাকায় থাকেন। ঈদ উপলক্ষে তিনি গ্রামের বাড়িতে বেড়াতে আসেন। সোমবার নিজ বাড়ির পুকুরের পানিতে বিকাল ৪টার দিকে মেয়েকে সাঁতার শেখাতে নামেন তিনি। সাঁতার শেখানোর একপর্যায়ে হাত ফসকে মেয়ে পুকুরে ডুবে যায়। মেয়েকে বাঁচাতে গিয়ে বাবাও পানিতে ডুবে যান। পরে আত্মীয়রা বাবা ও মেয়েকে উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এলাকাবাসী নুরুল ইসলাম জানান, বাবুল ঢাকায় বসবাস করেন। কোরবানির ঈদে বাড়িতে বেড়াতে এসেছিলেন। মেয়েকে বাড়ির পুকুরে সাঁতার শেখাতে গিয়ে বিকাল ৪টার দিকে পুকুরের পানিতে ডুবে বাবা ও মেয়ের মৃত্যু হয়েছে।