
প্রিন্ট: ০৫ জুলাই ২০২৫, ০৫:০৩ পিএম
সিলেটের সাদাপাথর পর্যটনকেন্দ্রে পানিতে ডুবে কিশোরের মৃত্যু

অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৯ জুন ২০২৫, ০৮:১৯ পিএম

ছবি-সংগৃহীত
সিলেটের কোম্পানীগঞ্জের সাদাপাথর পর্যটনকেন্দ্রে পানিতে ডুবে এক কিশোরের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরের দিকে এ ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন ট্যুরিস্ট পুলিশ।
নিহত ইমন (১৬) সিলেট সিটি করপোরেশনের ১১ নম্বর ওয়ার্ডের লালাদিঘীর পাড় এলাকার জামাল মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ইমন তার কয়েকজন বন্ধুর সঙ্গে সাদাপাথরে গোসল করতে নেমেছিল। এ সময় পানির প্রবল স্রোতে সে তলিয়ে যায়। পরে সেখানে উপস্থিত তার সঙ্গীসহ আরও কয়েকজন খোঁজাখুঁজি করে তাকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শী জাহাঙ্গীর আহমদ বলেন, “আমরা সাঁতার কাটছিলাম। এ সময় সাত থেকে আটজনের একটি দল দেখি সাঁতার কেটে মধ্যখানে চলে যায়। তাদের মধ্যে একটি ছেলে পানিতে তলিয়ে যায়। প্রথমে নৌকা দিয়ে খুঁজি। কিন্তু পাওয়া যায়নি। পরে সবাই মিলে ডুব দিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠাই।”
এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন কোম্পানীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুনন্নাহার।
তিনি সাংবাদিকদের বলেন, “আমাদের গ্রাম পুলিশের লোকজন বার বার মাইকিং করে সতর্ক করেছে, যারা সাঁতার জানেন না, তারা যেন পানিতে ঝাঁপ না দেয়। কিন্ত যে পর্যটক মারা গেছে, জানতে পেরেছি সে সাঁতার জানত না। এবং ঝাঁপ না দিতে এখানকার দায়িত্বরত বিজিবি সদস্য তাকে না করেছিলেন। সে কথা শুনেনি।”