
প্রিন্ট: ০৫ জুলাই ২০২৫, ১০:২৪ পিএম
নড়াইলে কলেজ ছাত্রের ঘর থেকে রাইফেল উদ্ধার

অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৯ জুন ২০২৫, ০৭:০৫ পিএম

ছবি- সংগৃহীত
নড়াইলে কালিয়া উপজেলায় এক কলেজ ছাত্রের ঘর থেকে স্নাইপার রাইফেল উদ্ধার করা হয়েছে। অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। ইন্টারনেট সার্চে এক ধরনের এয়ার রাইফেলের সঙ্গে এর মিল পাওয়া যায়।
কালিয়া থানার ওসি আব্দুল্লাহ আল মামুন সোমবার সাংবাদিকদের বলেন, “রোববার ভোরে উপজেলার পুরুলিয়া গ্রামে সেনাবাহিনী অভিযান চালায়। এ সময় সোহান মোল্যা নামের এক কলেজ ছাত্রের ঘর থেকে একটি স্নাইপার নাইট্রো রাইফেল উদ্ধার করা হয়।”
সোহান (২৬) পুরুলিয়া গ্রামের আবুল কালাম মোল্যার ছেলে। তিনি খুলনার একটি কলেজের শিক্ষার্থী বলে জানিয়েছে তার পরিবার।
পুলিশ জানায়, সেনাবাহিনী রাইফেলটি পুলিশের কাছে হস্তান্তর করেছে।
অস্ত্রের যে ছবিটি পুলিশের কাছ থেকে পাওয়া গেছে, তা ইন্টারনেট সার্চে PX120 X3 Minotaur PCP Air Rifle এর সঙ্গে মিল পাওয়া যায়। এ ধরনের এয়ার রাইফেল সাধারণত বিনোদনমূলক কাজে ব্যবহার হয়। পাশের দেশ ভারতেও এ ধরনের অস্ত্র তৈরি ও বেচাকেনা হয়।
সেনাবাহিনীর বরাত দিয়ে ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, “অস্ত্রটি দিয়ে স্থানীয় বাসিন্দাদের হুমকির মুখে ফেলছিলেন সোহান। গোয়েন্দা তৎপরতা ও পর্যবেক্ষণের ভিত্তিতে নড়াইল ও কালিয়া সেনা ক্যাম্প যৌথভাবে এই অভিযান পরিচালনা করে। রাত ১১টা থেকে ভোর ৪টা পর্যন্ত অভিযান চলে।”
অভিযানের অংশ হিসেবে সেনা সদস্যরা আবুল কালাম মোল্যার বাড়িটি ঘিরে ফেলে এবং তল্লাশি চালায়। এ সময় সোহান মোল্যার ঘরের বিছানার নিচে থেকে রাইফেলটি উদ্ধার করা হয়।