BETA VERSION শনিবার, ০৫ জুলাই ২০২৫
Logo
ইউনিকোড কনভার্টার
Logo
  • হোম
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • প্রবাস
  • চাকরি

সব বিভাগ ভিডিও আর্কাইভ ইউনিকোড কনভার্টার
Logo

প্রিন্ট: ০৫ জুলাই ২০২৫, ১০:৩৫ পিএম

Swapno

সারাদেশ

কক্সবাজারে সাগরে গোসলে নেমে বাবা-ছেলের মৃত্যু

Icon

কক্সবাজার প্রতিবেদক :

প্রকাশ: ০৯ জুন ২০২৫, ০৪:৫০ পিএম

কক্সবাজারে সাগরে গোসলে নেমে বাবা-ছেলের মৃত্যু

ছবি-যুগের চিন্তা

কক্সবাজারে সাগরে গোসলে নেমে পর্যটক বাবা-ছেলের মৃত্যু হয়েছে । এ নিয়ে দুইদিনে চারজনের মৃত্যু হল। সোমবার দুপুর দেড়টার দিকে কক্সবাজার সৈকতের কলাতলী পয়েন্ট সাগরে এ ঘটনা ঘটে বলে জানান জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিস ইনতেসার নাফি।

মৃতরা হল, রাজশাহী সদরের শাহীনুর রহমান (৬০) ও তার ছেলে মোহাম্মদ সিফাত (২০)

এর আগে রোববার বিকালে সৈকতের লাবণী পয়েন্টে গোসলে নেমে চট্টগ্রাম শহরের ডিসি রোডের বাসিন্দা রাজীব আহম্মদ (৩৫) নামের এক পর্যটক নিখোঁজ হন। ৮ ঘন্টা পর মধ্যরাতে সৈকতের ডায়াবেটিক পয়েন্টের উত্তর পাশ এলাকায় তার মৃতদেহ ভেসে আসে।

এছাড়া রোববার সকালে সৈকতের শৈবাল পয়েন্টে জাল নিয়ে শখের বশে সাগরে মাছ ধরতে নেমে নিখোঁজ হন কক্সবাজার শহরের বাহারছড়া এলাকার বাসিন্দা মোহাম্মদ নুরু নামের এক ব্যক্তি। সোমবার সকালে বাঁকখালী নদীর মোহনা সংলগ্ন নাজিরারটেক পয়েন্ট সাগরে তার মৃতদেহ ভেসে আসে। পরে লাইফ গার্ড কর্মিরা মৃতদেহটি উদ্ধার করেছে।

স্থানীয়দের বরাতে নাফিস ইনতেসার নাফি বলেন, সকালে রাজশাহী থেকে শাহীনুর রহমান স্ত্রী ও দুই ছেলেকে সঙ্গে নিয়ে কক্সবাজার বেড়াতে আসেন। তারা কক্সবাজার পৌঁছে কলাতলী এলাকার হোটেল সী ক্রাউনে উঠেন। পরে দুপুরের দিকে তারা সাগরে গোসলে নামেন। এক পর্যায়ে বাবা ও এক ছেলে স্রোতের টানে ভেসে যেতে দেখে লাইফ গার্ড কর্মিরা মুর্মূষাবস্থায় উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসসপাতালে নিয়ে আসেন। এসময় কর্তব্যরত চিকিৎসক দুইজনকেই মৃত ঘোষণা করেন।

সী সেইফ লাইফ গার্ডের জ্যেষ্ঠ কর্মি মোহাম্মদ শুক্কুর বলেন, ঘটনাটি দেখার সাথে সাথেই লাইফ গার্ড কর্মিরা উদ্ধারে নামেন। প্রথমে বাবাকে উদ্ধার করা হয়। পরে ছেলেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। এসময় তারা রক্তবমি করছিলেন।

মৃতদেহ দুইটি কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিস ইনতেসার নাফি।

কক্সবাজার বাবা-ছেলে মৃত্যু

এ সম্পর্কিত আরো খবর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সব খবর

সব খবর

আরো পড়ুন

Logo

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: jugerchinta24@gmail.com

আমাদের কথা যোগাযোগ শর্তাবলি ও নীতিমালা গোপনীয়তা নীতি বিজ্ঞাপন মূল্য তালিকা

অনুসরণ করুন

২০২৫ যুগের চিন্তা ২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

ঠিকানা: ২১/বি (৫ম তলা), গার্ডেন রোড, পশ্চিম তেজতুরীবাজার, তেজগাঁও, ঢাকা-১২১৫ | যোগাযোগ: +৮৮০১৩৩৯৪০৯৮৩৯, +৮৮০১৩৩৯৪০৯৮৪০ | ই-মেইল: jugerchinta24@gmail.com